মানিকগঞ্জ প্রতিনিধি

  ১২ নভেম্বর, ২০২৪

৬১ ঘণ্টা পর চলল ফেরি

নাব্য সংকটের কারণে টানা ৬১ ঘণ্টা বন্ধ থাকার পর মানিকগঞ্জের আরিচা-পাবনার কাজিরহাট নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। ড্রেজিংয়ের মাধ্যমে ফেরি চলাচলের চ্যানেলে নাব্য সংকট কেটে যাওয়ায় গতকাল সোমবার দুপুর সোয়া ১২টায় পুনরায় আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু করা হয়। গত শুক্ররার রাত ১২টায় যমুনা নদীতে নাব্য সংকটের কারণে ৬১ ঘণ্টার জন্য এই নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখার নির্দেশনা দেন বিআইডব্লিটিসি।

বিআইডব্লিউটিসির আরিচা ঘাটের ম্যানেজার আবু আবদুল্লাহ জানান, ড্রেজিংয়ের মাধ্যমে ফেরি চলাচলের চ্যানেলে নাব্য সংকট কেটে যায়। গতকাল সোমবার দুপুর সোয়া ১২টায় পুনরায় আরিচা থেকে একটি ফেরি এবং কাজিরহাট থেকে একটি ফেরি চালু করা হয়। যমুনা নদীতে ফেরির চ্যানেলে ড্রেজিংয়ের কাজ চলমান আছে। এ ছাড়া পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। দীর্ঘসময় আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি বন্ধ থাকায় উভয় পাড়ে তিন শতাধিক পণ্যবাহী ও সাধারণ যানবাহন ফেরি পারের অপেক্ষায় আছে। ফেরি বন্ধ থাকায় চালক ও চালকের সহকারীদের ভোগান্তি পোহাতে হয়েছে বলেও তিনি জানান। এদিকে নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকায় আরিচা-কাজিরহাট ফেরিঘাট এলাকায় তিন শতাধিকের বেশি পণ্যবাহী ট্রাক পারাপারে অপেক্ষায় রয়েছে।

এর আগে গত ৯ নভেম্বর শুক্রবার রাত ১১টায় যমুনা নদীতে নাব্য সংকটের কারণে নৌপথে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি। ফেরি বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন দুই প্রান্তে আটকা পড়া তিন শতাধিক পণ্যবাহী ট্রাকের চালক, সহযোগী এবং যাত্রীরা।

ওই সময় আটকে পড়া ট্রাকচালক রহিম মিয়া বলেছিলেন, ‘রাজশাহী যেতে নারায়ণগঞ্জ থেকে আরিচা ঘাটে এসেছেন কিন্তু পার হতে পারেননি। ঘাটেই তিনি (বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার বেলা ১১টা পর্যন্ত) তিন দিন ছিলেন। শনিবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত ফেরি পারের

অপেক্ষায় করেন। এরপর শোনেন ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে। পরে তিনি বিকল্প পথে যাওয়ার চিন্তা করেন।’ তিনি বলেন, ‘ফেরিতে নদী পারাপার আরামদায়ক ও সহজে যাতয়াত করা যায় বলে আমরা এই নৌপথটি ব্যবহার করি। কিন্তু ফেরি চলাচল বন্ধ হওয়ায় কষ্টে পড়ে গেছি।’ বিআইডব্লিউটিসি আরিচা ঘাটের ব্যবস্থাপক আবু আবদুল্লাহ বলেন, গত তিন মাস ধরে আরিচা ঘাটের অদূরে ডুবোচরে ফেরি আটকে যাচ্ছে। ছয়টি খনন যন্ত্র দিয়ে দিয়ে খনন করেও নাব্য ঠিক রাখা যাচ্ছে না। ফেরি ডুবোচরে ধাক্কা খেয়ে দফায় দফায় ফেরি চলাচল বন্ধ থাকছে। এভাবে ফেরি চলাচল করতে থাকলে যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকে। দুর্ঘটনা এড়াতেই ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়। এর আগে, নাব্য সংকটের কারণে ১ নভেম্বর রাত ১০টা থেকে ৩৭ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close