নিজস্ব প্রতিবেদক
ছাত্রলীগ-যুবলীগের সঙ্গে ম্যাচ খেলতে প্রস্তুত
হাসনাত আবদুল্লাহ
গণজমায়েতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ছাত্রলীগ, যুবলীগের সঙ্গে ম্যাচ খেলতে আমরা প্রস্তুত আছি। কিন্তু নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখতে হবে। আমরা ম্যাচ খেলব শুধু ছাত্রলীগের সঙ্গে, যুবলীগের সঙ্গে এবং আওয়ামী লীগের সঙ্গে।
গতকাল রবিবার রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটের মূল সড়কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণজমায়েতে তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ আরো বলেন, ছাত্রলীগকে উৎখাত করার জন্য সবার মাঠে নামার প্রয়োজন নেই। শুধু ঢাকা কলেজের ছাত্ররাই যথেষ্ট। গণজমায়েতের মঞ্চে বিতা আবৃত্তি করেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। যেখানে গণজমায়েত কর্মসূচির আয়োজন করা হয়েছে, সেই স্থানটি শহীদ নূর হোসেন চত্বর থেকে ১০০ মিটারের মধ্যে।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। গত শনিবার রাত ৮টায় শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে রাজধানীর জিরো পয়েন্টে গণজমায়েত কর্মসূচির ডাক দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ‘পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে’ দুপুর ১২টায় গণজমায়েত করবে তারা। এর কয়েক ঘণ্টা আগে আওয়ামী লীগ শহীদ নূর হোসেন স্মরণ ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে গতকাল বিকেল ৩টায় জিরো পয়েন্টে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করে।
"