নিজস্ব প্রতিবেদক

  ০৮ নভেম্বর, ২০২৪

সবুজবাগের সোহেল হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

রাজধানীর সবুজবাগ থানাধীন ঝিলপাড় জামে মসজিদ এলাকায় অটো মোবাইল ওয়ার্কশপ গাড়ি মেরামতকালে সোহেল মিয়া (৩৮) হত্যা মামলার প্রধান আসামি মো. নাসিরুজ্জামান রুবেলকে (৪২) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গত বুধবার (৬ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে চাঁদপুরের হাজীগঞ্জ থেকে যৌথ অভিযান চালিয়ে র‌্যাব-৩ ও র‌্যাব-১১ এর একটি দল তাকে গ্রেপ্তার করে।

গতকাল বৃহস্পতিবার (৭ নভেম্বর) র‌্যাব-৩ এর মিডিয়া অফিসার মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, রাজধানীর সবুজবাগ থানাধীন ঝিলপাড় জামে মসজিদ সংলগ্ন এসএসও অটো মোবাইলস ওয়ার্কশপে প্রাইভেট কার মেরামতকালীন গাড়ীর মালিক মো. সোহেল মিয়াকে নৃশংসভাবে হত্যা করা হয়। পর যাত্রাবাড়ী থানাধীন হানিফ ফ্লাইওভারের ওপরে ফেলে যাওয়ার চাঞ্চল্যকর ঘটনায় ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামি মো. নাসিরুজ্জামান রুবেলকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, গত ৩১ অক্টোবর দুপুর ১২টার দিকে ভিকটিম মো. সোহেল মিয়া নিজের প্রাইভেট কার সবুজবাগ থানাধীন ঝিলপাড় জামে মসজিদ সংলগ্ন এসএসও অটো মোবাইলস ওয়ার্কশপে মেরামত করতে যায়। ওই ওয়ার্কশপের মালিক গ্রেপ্তার আসামি নাসিরুজ্জামান ভিকটিম মো. সোহেলের কাছে পাওনা দুই লাখ টাকা আদায়ের জেরে বাকবিতণ্ডার এক পর্যায়ে ভিকটিমের মাথায় লোহার রড দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই সে তৎক্ষণাৎ মারা যায়। পরে লাশ গুম করার উদ্দেশ্যে মোটর ওয়ার্কশপ হতে লাশ নিয়ে যাত্রবাড়ী থানাধীন হানিফ ফ্লাইওভারের ওপরে ফেলে রেখে পালিয়ে যায়। পরে গত ১ নভেম্বর ভোর সাড়ে ৫টার দিকে হানিফ ফ্লাইওভার থেকে পুলিশ লাশ উদ্ধার করে তার পরিচয় শনাক্ত করে। এই ঘটনায় ভিকটিমের স্ত্রী শারমিন সুলতানা বাদী হয়ে সবুজবাগ থানায় একটি হত্যা মামলা করে। মামলা পর থেকে আসামি স্থান পরিবর্তন করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় পলাতক জীবন যাপন করে আসছিল। গ্রেপ্তার আসামি ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close