নিজস্ব প্রতিবেদক
ময়মনসিংহে ফিলিং স্টেশনে আগুনে নিহত ২
ময়মনসিংহের রহমতপুর বাইপাস সড়ক এলাকায় আজাহার ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়ে এক প্রাইভেট কারের যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৫ জন। তাৎক্ষণিক এ নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে পারেননি ঘটনা স্থলের কেউ। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকৎসাধীন অবস্থায় আবদুল কুদ্দুস নামে আরেকজন গতকাল সন্ধ্যায় মারা যায়।
গতকাল সোমবার দুপুর সোয়া ২টায় এ ঘটনা ঘটে। কোতোয়ালি মডেল থানার ওসি মো. সফিকুল ইসলাম খান গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। এ সময় তিনি বলেন, আগুনের ঘটনায় একজন নিহত ও ৫ জন আহত হয়েছেন। কীভাবে আগুন লেগেছে, এখনো জানা যায়নি। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে। বিস্তারিত পরে জানা যাবে। ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. দেলোয়ার হোসেন বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় ১ ঘণ্টা ধরে আগুন নিয়ন্ত্রণের কাজ করেছে। তার দাবি আগুন অনেকটাই নিয়ন্ত্রণেই ছিল।
"