নিজস্ব প্রতিবেদক
লেবানন থেকে ফিরলেন আরো ৭০ বাংলাদেশি
যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে ৭০ প্রবাসী বাংলাদেশির একটি দল গত রবিবার রাতে আমিরাত এয়ারলাইনসের একটি ফ্লাইটে (ইকে-৫৮৪) নিরাপদে ঢাকায় পৌঁছেছে। গতকাল সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ পর্যন্ত লেবানন থেকে সাতটি ফ্লাইটে ৩৩৮ বাংলাদেশিকে সম্পূর্ণ সরকারি খরচে দেশে ফিরিয়ে আনা হয়েছ। ফিরে আসা এই শ্রমজীবীর অনেকেই বলেছেন, প্রায় প্রতিদিনই লেবাননে বিমান হামলা চালায় ইসরায়েলের বিমানবাহিনী। হিজবুল্লাহ সেনারাও পাল্টা হামলা চালায়। এতে দেশটিতে প্রাণহানি, সম্পদের ক্ষতি ও কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে। অনেক বাংলাদেশি ইতিমধ্যেই কর্ম হারিয়েছেন। জীবনের ঝুঁকিতে পড়েছেন। নিহত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা নিজাম উদ্দিন। এই পরিস্থিতে জীবনের ঝুঁকি নিয়ে তারা আর লেবানন বা বৈরুতে থাকতে পারছিলেন না। তাই দেশে ফিরতে বাধ্য হয়েছেন।
প্রত্যাবাসন উদ্যোগটি পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বৈরুতে বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় পরিচালিত একটি যৌথ প্রচেষ্টা। পৌঁছানোর পর আইওএমের প্রতিনিধিদের সঙ্গে পররাষ্ট্র ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বিমানবন্দরে ফেরত আসাদের স্বাগত জানান।
আইওএমের সৌজন্যে প্রত্যেক প্রত্যাবর্তনকারীকে হাত খরচ, মৌলিক খাদ্য সরবরাহ ও চিকিৎসা সহায়তা বাবদ পাঁচ হাজার টাকা পেয়েছেন।
চলমান সংঘাতের মধ্যে লেবানন থেকে ফিরতে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকদের প্রত্যাবাসনের যাবতীয় খরচ বহন করার প্রতিশ্রুতি দিয়েছে সরকার। ইতিমধ্যে বৈরুতে বাংলাদেশ দূতাবাস সব ইচ্ছুক প্রবাসীকে নিরাপদে প্রত্যাবর্তনকে অগ্রাধিকার দিয়ে চলেছে এবং যারা সেখানে থাকতে চান, তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্যও নিষ্ঠার সঙ্গে কাজ করছে। গত রবিবার লেবাননে কর্মস্থলে যাওয়ার সময় ইসরায়েলের বিমান হামলায় এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন।
"