বেড়া ও মানিকগঞ্জ প্রতিনিধি

  ০৩ নভেম্বর, ২০২৪

কাজীরহাট-আরিচা নৌরুট

নাব্য সংকটে ফেরি বন্ধ

নৌপথে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে যাতায়াতের সহজ মাধ্যম মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজীরহাট নৌপথ নাব্য সংকটে সাময়িকভাবে ফেরি চলাচল গত শুক্রবার রাত ৯টা থেকে বন্ধ রাখা হয়েছে। এতে আরিচা ফেরিঘাট এলাকায় বাড়ছে পণ্যবাহী যানবাহনের সংখ্যা। কাজীরহাট ঘাট এলাকায় দীর্ঘ ৪ কিলোমিটার প্রায় ২০০ পণ্যবাহী ট্রাকের যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন জরুরি পণ্যবাহী যানবাহনের চালকরা। তবে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।

বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ ড্রেজিংয়ের কাজ চলমান বলে নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির কাজীরহাট ঘাটের সহকারী ব্যবস্থাপক ফখরুজ্জামান। তিনি বলেন, নাব্য সংকটে প্রতি বছর এ সময়ে এমনটি হয়। এ বছরও নদীতে পানি কমতে থাকায় ফেরি চলাচলের চ্যানেল আরো সরু হয়ে গেছে। এক সপ্তাহ ধরে ফেরিগুলো হাফলোড নিয়ে চলাচল করার পরও বিভিন্ন সময় চরে আটকে পড়ছে। শুক্রবার বিকেলে খান জাহান আলী ফেরি আটকে যায়। এরপর রাতে ফেরার সময় আবার আটকে পড়লেও খানজাহান আলী ও শাহ আলী কাজীরহাট ঘাটে এসে আর ফিরতে পারেনি। এরপর থেকেই চলাচল বন্ধ রয়েছে। তবে কবে থেকে পুরোপুরি ফেরি চলাচল হতে পারে এ বিষয়ে সঠিক সময় বলতে পারেননি তিনি।

স্থানীয়রা জানান, এ সময় মাঝে মাঝেই ফেরি আটকে যায়। এতে আরিচা কাজীরহাটের দুই পাড়ে পণ্যবাহী গাড়ির লাইন পড়ে যায়।

সৃষ্টি হয় যানজটের। কাজীরহাট-আরিচা নৌরুটে আগস্ট থেকেই নদীপথে ফেরি প্রায় সময় আটকা পড়ে। কয়েক জায়গায় ড্রেজিং করলেও ভোগান্তি তেমন একটা কমেনি। অনেক সময় ড্রেজিংয়ের কারণে ফেরি চলাচল ঘণ্টার পর ঘণ্টা বন্ধ থাকে। ট্রাক চালক মনির মিয়া বলেন, ফেরি বন্ধ থাকায় শুক্রবার রাত থেকে ঘাটে আটকে আছি। ঘাটে এমনিতেই ফেরি কম। এর মধ্যে মাঝে মাঝেই নদীতে ফেরি আটকা পড়ে। ফলে পারাপারে সময় বেশি লাগছে। ভোগান্তি থেকে রেহাই নেই।

বাংলাদেশ অভ্যান্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কার্যালয় জানান, মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজীরহাট নৌপথে বড় ৫টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার হয়ে থাকে। কিন্তু সম্প্রতি যমুনা নদীতে পানি কমে যাওয়ায় ডুবোচরে ফেরি আটকিয়ে যায়। জানমালের নিরাপত্তায় সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। পণ্যবাহী ট্রাক চালক আবদুল মান্নান জানান, নাটোরের পণ্য নিয়ে শুক্রবার সকালে আরিচা ফেরি ঘাটে পৌঁছাই। কিন্তু ঘাটে এসে শুনি শুক্রবার রাত থেকে ফেরি চলাচল বন্ধ। আরিচা দিয়ে ফেরি পারাপার হলে খরচ কম হয় বলেও আবদুল মান্নান জানান।

আরেক ট্রাকচালক হাসেম আলী জানান, আরিচা ফেরি বন্ধ থাকায় আবার যানজট ঠেলে পাটুরিয়ায় যেতে হবে। কর্তৃপক্ষের উচিত ছিল দ্রুত ত্রেজিং করা। তা না হলে আরিচার প্রবেশ মুখে কাউকে দিয়ে বলে দেওয়া যে আরিচা ফেরি বন্ধ। বিআইডব্লিউটিসির আরিচা ফেরিঘাটের ম্যানেজার আবু আবদুল্লাহ জানান, ফেরি চলাচল বন্ধের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ফেরি চলাচলের চ্যানেলসহ আশপাশে ড্রেজিংয়ের কাজ চলমান আছে। বিআইডব্লিউটিসির আরিচা আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম নাসির মোহাম্মদ চৌধুরী জানান, নাব্য সংকটের কারনে সম্প্রতি বেশ কয়েকদিন যমুনার ডুবোচরে ফেরি ধাক্কা খেয়েছে। এজন্য শুক্রবার রাত থেকে আরিচা-কাজীরহাট নৌপথে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close