নড়াইল প্রতিনিধি

  ৩১ অক্টোবর, ২০২৪

গরুচোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা

নড়াইলে গরুচোর সন্দেহে তিন ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ গ্রামবাসী। গতকাল বুধবার ভোররাতে সদর উপজেলার তুলারামপুর গ্রামের রেলসেতুর কাছে মর্মান্তিক এ ঘটনা ঘটেছে।

নিহতদের ভেতর দুইজনকে শনাক্ত করেছে পুলিশ। তারা হলেন বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার নুরুন্নবী ও দুলাল।

পুলিশ ও স্থানীয়দের জানায়, গতকাল বুধবার ভোর ৪টার দিকে তুলারামপুরের হান্নান তরফদারের বাড়ি থেকে চারজনের একটি দল গরু চুরির চেষ্টা করে। এ সময় কুকুরের ডাকে বাড়ির লোকেরা জেগে উঠেন। তখন তাদের চিৎকারে প্রতিবেশীরা জড়ো হন। মসজিদের মাইক থেকেও ঘোষণা দেওয়া হয়। এ সময় সন্দেহভাজনরা পালানোর চেষ্টা করলে গ্রামবাসীরা তিনজনকে ধরে ফেলে প্রচণ্ড মারধর করেন। একজন পালিয়ে যান।

গ্রামের বাসিন্দা খায়রুল বাশার বলেন, ‘গত কয়েক মাস ধরে যশোর-ঢাকা মহাসড়কের পাশের বাড়িগুলো থেকে গরু চুরির ঘটনা ঘটছে। এ সময়ে প্রায় প্রতিটি বাড়ি থেকেই গরু চুরি হয়েছে। চুরি ঠেকাতে গ্রামবাসীরা রাত জেগে পাহারা দেন। কিন্তু এবারই প্রথম আমরা চোর ধরতে পেরেছি।’

বিষয়টি নিশ্চিত করে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত প্রক্রিয়া চলছে।

এ সময় আইন নিজের হাতে তুলে না নিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য গ্রামবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close