নিজস্ব প্রতিবেদক
এবার বাণিজ্য মেলার স্টল বরাদ্দ অনলাইনে
এবারে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার বিভিন্ন ক্যাটাগরির স্টল/প্যাভিলিয়ন/রেস্টুরেন্ট বরাদ্দ অনলাইনের মাধ্যমে সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন আয়োজক সংস্থা রপ্তানি উন্নয়ন ব্যুরো। এজন্য সংস্থাটি নতুন সফটওয়্যার তৈরি করেছে। সফটওয়্যারটি ব্যবহার করে ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণে আগ্রহী স্থানীয় প্রতিষ্ঠানসমূহ তাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরির স্পেস বরাদ্দের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। গতকাল বুধবার রাজধানীর কারওয়ান বাজার টিসিবি ভবনে রপ্তানি উন্নয়ন ব্যুরো ও সোনালী ব্যাংক পিএলসির মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ব্যুরোর পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন উপসচিব ও ডিআইটিএফের পরিচালক বিবেক সরকার এবং সোনালী ব্যাংক পিএলসির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন মহাব্যবস্থাপক মো. মনিরুজ্জামান। অনুষ্ঠানে ব্যুরোর ভাইস-চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন ও ঊর্ধ্বতন কর্মকর্তা, সোনালী ব্যাংক পিএলসির সিইও ও ব্যবস্থাপনা পরিচালক (ইনচার্জ) শুভাষ চন্দ্র দাশ, বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং সাংবাদিকরা।
সোনালী ব্যাংকের সিইও ও ব্যবস্থাপনা পরিচালক (ইনচার্জ) শুভাষ চন্দ্র দাশ বলেন, আবেদনকারী প্রতিষ্ঠানসমূহকে মেলার স্পেস বরাদ্দ গ্রহণের জন্য উদ্ধৃত দর/মূল্য ফি/চার্জ সোনালী ব্যাংক পিএলসির নিজস্ব পেমেন্ট গেটওয়ে ‘সোনালী পেমেন্ট গেটওয়ে’-এর মাধ্যমে অনলাইনে জমা করতে হবে। নতুন সফটওয়্যারটি চালু হওয়ার ফলে মেলায় অংশগ্রহণ প্রত্যাশী প্রতিষ্ঠানসমূহের উদ্যোক্তা/ব্যবসায়ীগণ ঘরে বসেই আবেদন করতে পারবেন।
তিনি আরো বলেন, ম্যানুয়াল প্রক্রিয়ায় মেলার একের অধিক স্পেস বরাদ্দের জন্য স্বতন্ত্র আবেদন দাখিল করতে হতো। অনলাইন প্রক্রিয়ায় একটি ফরম পূরণ করে একাধিক স্পেস বরাদ্দের জন্য আবেদন করা যাবে। সফটওয়্যারটি পছন্দের ক্রম ও উদ্ধৃত দরের ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে অংশগ্রহণকারী প্রতিষ্ঠান নির্বাচন করবে। ফলে সময়, অর্থ ও শ্রম (টিসিভি) বহুলাংশে হ্রাস পাওয়ার পাশাপাশি এক্ষেত্রে শুদ্ধাচার চর্চা ও স্বচ্ছতা নিশ্চিত হবে।
সফটওয়্যারটি (ওয়েব লিংক: http://services.mincom.gov.bd/portal/ditf) ব্যবহারের ক্ষেত্রে কোনো ধরনের অসুবিধা দেখা দিলে ‘হেল্পলাইন (০১৯৬৬২৪৯২২৫, ০১৬৮৬১৭৭৮২৮, ০১৭১১৩৭৮১৮১)’-এ ফোন করে সাহায্য নেওয়া যাবে। সফটওয়্যারটি তৈরিতে কারিগরি সহায়তা প্রদান করেছে Syntech Solution Ltd. নামক আইটি প্রতিষ্ঠান।
অনলাইন আবেদনের এ সফটওয়্যারটি বাণিজ্য মন্ত্রণালয়ের সমন্বিত স্মার্ট ডিজিটাল সেবা বাতায়নে এক নতুন সংযোজন। উল্লেখ্য, রপ্তানি উন্নয়ন ব্যুরোর আরো বেশকিছু সেবা অনলাইনে প্রদান করা হচ্ছে, যার মধ্যে Registered Exporter (REX) মনিটরিং সিস্টেম সেবা, তথ্য বাতায়নে রপ্তানি সংক্রান্ত তথ্য/পরিসংখ্যান প্রকাশ, Online Payslip Service, Exporter Management সেবা, জাতীয় রপ্তানী ট্রফি ও সিআইপি নির্বাচন ও ঘোষণা প্রদান, নগদ সহায়তার সুপারিশ প্রদান ও Certificate of Origin (CoO) জারিকরণ প্রভৃতি সেবা উল্লেখযোগ্য।
আগামী পহেলা জানুয়ারি ২০২৫ থেকে পূর্বাচলস্থ বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে শুরু হতে যাচ্ছে মাসব্যাপী ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মেলার লে-আউট প্ল্যান অনুযায়ী দেশি-বিদেশি উৎপাদক-রপ্তানিকারক প্রতিষ্ঠানসহ সাধারণ ব্যবসায়ী প্রতিষ্ঠানকে প্রায় ৩৫০টি বিভিন্ন ক্যাটাগরির প্যাভিলিয়ন/স্টল বরাদ্দ প্রদান করা হবে। দেশীয় পণ্যের প্রচার, প্রসার, বিপণন ও উৎপাদনে সহায়তা প্রদানের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উদ্দেশ্যে ১৯৯৫ সাল হতে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজন করা হচ্ছে।
"