চট্টগ্রাম ব্যুরো
মন্দিরের দানবাক্স ভেঙে টাকা চুরির ঘটনায় গ্রেপ্তার ২
মন্দিরের দানবাক্স ভেঙে টাকা চুরির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ। সে সঙ্গে উদ্ধার করা হয়েছে দানবক্স থেকে চুরি নেওয়া অর্থ। চট্টগ্রামে কোতোয়ালি থানাধীন এনায়েত বাজার গোয়ালপাড়ার শ্রী শ্রী সর্বজনীন ব্রজধাম পূজা মন্দিরে এ ঘটনা ঘটে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর সকাল আনুমানিক সাড়ে ৭টার সময় চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানাধীন এনায়েত বাজার পশ্চিম গোয়ালপাড়া শ্রী শ্রী সর্বজনীন ব্রজধাম পূজা মন্দিরের সাধারণ সম্পাদক রানা দাশ মন্দিরে পূজা দেওয়ার জন্য এসে দেখেন যে, মন্দিরের টিনের গেট খোলা এবং মন্দিরের ভেতরে দুটি দানবাক্স ভাঙা অবস্থায় পড়ে আছে। একপর্যায়ে মন্দিরে প্রবেশ করে জিনিসপত্র খোঁজাখুঁজি করে দেখতে পান যে, মন্দিরের ভেতরে দুটি দানবাক্সের আনুমানিক ৭০ হাজার টাকাও নাই। তদন্তে নেমে পুলিশ মন্দিরের সিসি ক্যামেরায় দেখেন, অজ্ঞাতনামা দুজন চোর ১৭ অক্টোবর ভোর ৫টা ৩৫ মিনিটে মন্দিরের দানবাক্স ভেঙে নগদ টাকা চুরি করে নিয়ে যায়।
এই ঘটনায় থানায় মামলার পর পুলিশ গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অজ্ঞাতনামা চোরদের শনাক্ত করতে সক্ষম হয়। গত বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টায় চুরির সঙ্গে জড়িত মো. জাহিদুল আলম সানি (২০)-কে বাকলিয়া থানাধীন মিয়াখান নগর সাবান ফ্যাক্টরির গলি থেকে এবং মো. হেলাল (২৪)-কে বাকলিয়া থানাধীন আলম কুঠির এলাকা থেকে আটক করা হয়। পুলিশ জানায়, আসামিদের জিজ্ঞাসাবাদে তারা মন্দিরের মামলার চুরির কথা স্বীকার করে। পরে আসামি হেলালের হেফাজত থেকে নগদ ৪ হাজার ৩০০ টাকা এবং জাহিদুলের হেফাজত থেকে নগদ ২০০ টাকা সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধার করা হয়। চোরদের কাছ থেকে চুরির কাজে ব্যবহৃত ৭টি চাবি ও একটি আধুনিক মানের হাতুড়ি উদ্ধার করে হয়েছে।
"