নিজস্ব প্রতিবেদক
সাংবাদিক সীমান্ত খোকনের মরদেহ উদ্ধার
এনটিভির বার্তা সম্পাদক সীমান্ত খোকনের ‘রহস্যজনক’ মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর চামেলীবাগের নিজ বাসা থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করেছে পল্টন থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করে পল্টন থানার অফিসার্স ইনচার্জ (ওসি) নাসিরুল আমীন বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
পারিবারিক সূত্রে জানা যায়, সীমান্ত খোকন নানা অসুস্থতায় ভুগছিলেন। এছাড়া তার চাকরি চলে যাওয়ারও কথা শোনা যাচ্ছিল। কিছু দিন ধরে এসব বিষয় নিয়ে তিনি আপসেট ছিলেন। পল্টন থানার ওসি জানান, সকাল থেকে সীমান্ত খোকনের রুমের দরজা বন্ধ ছিল। দুপুর দেড়টার দিকে পরিবারের সদস্যরা চাবি দিয়ে রুমে প্রবেশ করে দেখেন তিনি ফ্যানের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস নিয়েছেন। পরে পুলিশকে জানালে বিকাল সাড়ে ৩টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। সীমান্ত খোকনের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়নে। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। তিনি পরিবার নিয়ে চামেলীবাগে থাকতেন।
এনটিভির হেড অব নিউজ ফকরুল আলম জানান, সীমান্ত খোকনের মৃত্যুর খবর পেয়ে আমরা তার বাসায় যাচ্ছি। কিছু বিষয় নিয়ে খোকন মানসিক হতাশায় ছিলেন বলেও জানান তিনি। সীমান্ত খোকন জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য ছিলেন। এছাড়া তিনি কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম ঢাকার সাবেক সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন। এক সময় বিনোদন সাংবাদিক হিসেবেও কাজ করেছেন তিনি।
"