নিজস্ব প্রতিবেদক
০১ অক্টোবর, ২০২৪
বিএনপির ঢাকা মহানগর উত্তরের কমিটি বিলুপ্ত
বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। মাত্র আড়াই মাসের ব্যবধানে এই কমিটি বিলুপ্ত করা হলো। গত শনিবার রাতে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে শিগগির বিএনপির ঢাকা মহানগর উত্তর ইউনিটের নতুন কমিটি ঘোষণা করার কথা বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে এই কমিটি ভেঙে দেওয়ার বিষয়ে কোনো কারণ বলা হয়নি।
তবে বিএনপির একাধিক কেন্দ্রীয় নেতা বলেছেন, কেন্দ্রীয় নেতৃত্বের কাছে আহ্বায়ক কমিটির বিরুদ্ধে দলের শৃঙ্খলা ভঙ্গের বিভিন্ন অভিযোগ এসেছে। সে কারণে দল ব্যবস্থা নিয়েছে।
আড়াই মাস আগে গত ৭ জুলাই সাইফুল আলম নিরবকে আহ্বায়ক ও আমিনুল হককে সদস্যসচিব করে ঢাকা মহানগর উত্তরের আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এখন সেই কমিটি ভেঙে দেওয়া হলো।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন