নিজস্ব প্রতিবেদক
শুধু সুষ্ঠু নির্বাচন ও সুশাসন চাই
- জি এম কাদের
জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ১৯৯৬, ২০০১ এবং ২০০৮ সালে ভালো নির্বাচন হলেও দেশ ভালো সরকার পায়নি। সুষ্ঠু নির্বাচনের পর আমরা কখনো সঠিক রাজনীতি পাইনি। আমাদের সংবিধান এক ব্যক্তির হাতে সব ক্ষমতা দিয়েছে। একই ব্যক্তি নির্বাহী বিভাগ, সংসদ ও প্রায় শতভাগ বিচার বিভাগের প্রধান। সাংবিধানিক সব প্রতিষ্ঠান ওই একই ব্যক্তির হাতে। তাই দেশে এখন আমরা শুধু সুষ্ঠু নির্বাচন নয়, বিজয়ীদের কাছ থেকে সুশাসন চাই। যারাই ক্ষমতায় আসুক তারা যেন দানব না হতে পারে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেই সাংবিধানিক গ্যারান্টি জাতিকে চাই।
গতকাল সোমবার জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয় মিলনায়তনে জাতীয় যুব সংহতির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় গোলাম মোহাম্মদ কাদের এ কথা বলেন।
গোলাম মোহাম্মদ কাদের আরো বলেন, ২০১৮ সালে আওয়ামী লীগকে সমর্থন দিয়েছিলেন আমাদের নেতা হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি কেন এবং কোন পরিস্থিতিতে আওয়ামী লীগকে সমর্থন দিয়েছিলেন তা তিনিই ভালো জানতেন। তবে আমরা বিরোধী দলের ভূমিকা ঠিক মতোই পালন করেছি। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় যুব সংহতির সভাপতি এইচ এম শাহরিয়ার আসিফের সভাপতিত্বে এবং জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও যুব সংহতির সাধারণ সম্পাদক আহাদ ইউ চৌধুরী শাহীন এর পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, জহিরুল ইসলাম জহির প্রমুখ।
"