রাঙামাটি প্রতিনিধি

  ৩০ সেপ্টেম্বর, ২০২৪

সহিংসতায় নিহত

অনিক চাকমার সাপ্তাহিক ক্রিয়া সম্পন্ন

রাঙামাটিতে সাম্প্রদায়িক সহিংস ঘটনায় নিহত অনিক কুমার চাকমার সাপ্তাহিক ক্রিয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকালে জীবতলী ইউনিয়নের ধনপাতা বনবিহারে অনিক কুমার চাকমার পরিবার ও আত্মীয়-স্বজনের উদ্যোগে সংঘদান, অষ্টপরিষ্কারদান, হাজার প্রদীপদান, পঞ্চশীল প্রার্থনা, আকাশ বাতি দানসহ নানা প্রকার দানীয় যজ্ঞ সম্পাদনের মধ্য দিয়ে সাপ্তাহিক ক্রিয়ানুষ্ঠান শেষ হয়।

মহাপুণ্যানুষ্ঠানে খাগড়াছড়ির দীঘিনালায় সাম্প্রদায়িক সহিংস ঘটনায় নিহত অপর তিনজন-জুনান চাকমা, রুবেল ত্রিপুরা ও ধনরঞ্জন চাকমার উদ্দেশ্যও শ্রদ্ধা নিবেদনসহ পুণ্যানুষ্ঠানের আয়োজন করা হয়।

সাপ্তাহিক ক্রিয়ানুষ্ঠানের আগে নিহত চারজনের নামে নির্মিত অস্থায়ী বেদিতে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। ক্রিয়ানুষ্ঠানে অনিকের স্বজনসহ রাঙামাটির বিভিন্ন স্থান থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। তারা নিহতদের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।

অনিক কুমার চাকমা রাঙামাটি জেলাধীন জীবতলী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নোয়াদমপাড়ার আদর সেন চাকমার ছোট ছেলে। তার বাবা-মা পেশায় কৃষিজীবী। অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান ছিল অনিক। সে কাপ্তাই কর্ণফুলী কলেজে একাদশ শ্রেণিতে পড়তেন। গত ২০ সেপ্টেম্বর রাঙামাটিতে সাম্প্রদায়িক সহিংস ঘটনায় শহরের কালিন্দীপুর এলাকার গলিতে প্রকাশ্যে পিটিয়ে খুন করা হয় তাকে।

এদিকে ঘটনার পরের দিন কোতোয়ালি থানায় অনিকের বাবা মামলার পর ৯ দিনের মাথায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানান থানার ভারপ্রাপ্তা কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী। তিনি বলেন, এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

ধর্মীয় পুণ্যানুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিএনপির সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান। আরো বক্তব্য রাখেন মগবান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুষ্প রঞ্জন চাকমা, সংঘাত ও বৈষম্যবিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলন কমিটির বিকাশ চাকমা। অনুষ্ঠান পরিচালনা করেন বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কিরণময় চাকমা ও নীলা চাকমা। পঞ্চশীল প্রার্থনা করেন ধনপাতা বিহার পরিচালনা কমিটির উপদেষ্টা স্বপন দত্ত চাকমা।

এ সময় ধর্ম দেশনা প্রদান করেন রাজবন বিহারের শ্রীমৎ ভদন্ত বৈশিষ্ট্য মহাস্থবির, মৈত্রী বিহারের শ্রীমৎ ভদন্ত পুণ্য কীর্তি ভিক্ষু, শ্রীমৎ ভদন্ত শীলানন্দ ভিক্ষু, ধনপাতা বনবিহারের বিহার অধ্যক্ষ শ্রীমৎ ভদন্ত প্রজ্ঞাবোধি মহাস্থবির।

বিএনপির সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান বলেন, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। নিজেদের মধ্যে সংহতিতে থাকতে হবে। সজাগ, সতর্কতা অবলম্বন করতে হবে। যা কিছু কাজ করি না কেন জ্ঞানের মাধ্যমে করতে হবে। পরস্পরকে সম্মান রেখে কথা বলতে হবে। তবে রাঙামাটিতে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় নিহত অনিক চাকমার জন্য শোক নয় কান্না নয় বরং গর্ব করা প্রয়োজন। কেননা সে নিজের জাতির জন্য নিজের জীবন উৎসর্গ করেছিল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close