কক্সবাজার প্রতিনিধি

  ৩০ সেপ্টেম্বর, ২০২৪

উখিয়ায় অস্ত্রসহ রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র ও গুলিসহ এক রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রবিবার (২৯ সেপ্টেম্বর) মধ্যরাতে উখিয়া উপজেলার কুতুপালং ট্রানজিট ক্যাম্প-সংলগ্ন এলাকায় এ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মোহাম্মদ হুসেন টেকনাফ উপজেলার ২৬ নম্বর নয়াপাড়া মোচনী রোহিঙ্গা ক্যাম্পের সুলতান আহমদের ছেলে। এ অভিযান চালায় পুলিশের বিষেশায়িত শাখা এপিবিএন।

৮-এপিবিএন-এর অধিনায়ক আমির জাফর জানান, শনিবারে মধ্যরাতে উখিয়ার কুতুপালং ট্রানজিট ক্যাম্পের কাঁটা তারের বেড়া-সংলগ্ন এলাকায় সন্দেহজনক দুই ব্যক্তিকে ঘুরাঘুরি করতে দেখে স্থানীয়রা চিকিৎকার শুরু করে। এ সময় স্থানীয়রা জড়ো হয়ে এগিয়ে গেলে তারা পর পর দুটি ফাঁকা গুলি ছুড়ে। পরে খবর পেয়ে এপিবিএন-এর একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়। এপিবিএনের উপস্থিতি টের দু’জন অস্ত্রধারী রোহিঙ্গা পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। এ সময় ধাওয়া দিয়ে একজনকে আটক করতে সক্ষম হলেও অপর ব্যক্তি পালিয়ে যায়। আটক ব্যক্তিকে তল্লাশি করে দেশীয় কারখানায় তৈরি একটি বন্দুক ও দু’টি গুলি পাওয়া যায়।

এপিবিএন কর্মকর্তা আরও জানান, আটক ব্যক্তি একজন চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে হত্যা ও আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে একাধিক মামলা আছে। এই সন্ত্রসীর বিরুদ্ধে অস্ত্র আইনে উখিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close