চট্টগ্রাম ব্যুরো
সাবেক এমপি ফজলে করিম কারাগারে
চট্টগ্রাম-৬ আসনের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে দুদিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় তাকে কারাগারে আনা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার ইব্রাহিম রাজু। তিনি বলেন, ‘বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীকে কারাগারে আনা হয়। এসময় কড়া নিরাপত্তা ছিল, কোনোপ্রকার সমস্যা হয়নি’।
অবৈধভাবে ভারতে যাওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে গত ১২ সেপ্টেম্বর সকালে গ্রেপ্তার করা হয় চট্টগ্রামের রাউজানের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীকে। গত ১৯ সেপ্টেম্বর তাকে হেলিকপ্টারে করে চট্টগ্রামে আনা হয়। ২৪ সেপ্টেম্বর তাকে আদালতে হাজির করা হলে তার দুদিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। ২০১৯ সালে মনিরিয়া যুব তাবলীগ কমিটির কার্যালয় ও হেফাজতখানা ভাঙচুর মামলায় এ রিমান্ড মঞ্জুর করা হয়েছিল। তার বিরুদ্ধে চট্টগ্রাম নগর ও জেলার বিভিন্ন থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে শিক্ষার্থী হত্যা, ছাত্রদল নেতা নুরুল আলম নুরু হত্যাসহ ১০টি মামলা রয়েছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর তার বিরুদ্ধে এসব করা মামলা হয়েছে।
"