মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জে সারজিস
নিহতদের নাম ভাঙিয়ে বাণিজ্য সহ্য করব না
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম বলেছেন, কিছু ব্যক্তি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের নাম ভাঙিয়ে মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করছেন। মামলায় নাম দেওয়া বা নাম কাটা নিয়ে ঘুষ বাণিজ্য করছেন। এসব সহ্য করব না। এদের সম্পর্কে সচেতন থাকতে হবে। আমাদের যে ভাইয়েরা দেশের জন্য জীবন দিয়েছেন, আমরা আমাদের জায়গা থেকে শহীদের পরিবারকে সর্বোচ্চ সহযোগিতা করব। গতকাল রবিবার দুপুরে মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সারজিস আলম আরো বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সব সদস্য সরাসরি এ হত্যাকান্ডের সঙ্গে জড়িত ছিল এবং যাদের বিরুদ্ধে প্রমাণ আছে তাদের বিরুদ্ধে আইনগতভাবে তদন্তের মাধ্যমে অবশ্যই তাদের বিচার করতে হবে। সুতরাং অন্যায় তো অন্যায়ই, কাজেই যে দোষী তার বিচার হইতে হবে। তিনি আরো বলেন, আমাদের অনেক আহত ও গুরুতর আহত ভাইয়েরা রয়েছেন। তাদের এখনো চিকিৎসা প্রয়োজন। অনেকে হয়তো ঋণগ্রস্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। সেই বিষয়গুলোকে আমরা কি করতে পারি, সেই বিষয়ে মানিকগঞ্জে কথা শুনতে এসেছি।
সারজিস আলম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় অনেকে (পুলিশ) অতি উৎসাহী হয়েছে এবং ফ্যাসিস্ট সরকারের কাছে নিজেকে তুলে ধরার জন্য অনেকে (পুলিশ) নির্দেশের বাইরে গিয়ে অন্যায়ভোবে ছাত্রদের সঙ্গে অন্যায় কাজ করেছেন। যারা ছাত্রদের ওপর হামলা-নির্যাতন ও গুলি করে নিহত ও আহত করেছেন, তারা অবশ্যই অন্যায়কারী। পুলিশের যদি বিচার না হয়, তাহলে রাষ্ট্রের অন্য একজনের বিচারও প্রশ্নবিদ্ধ হবে। মতবিনিময় সভায় ধামরাইয়ে নিহত ছাত্র সাদ এবং শিবালয়ে পুলিশের গুলিতে নিহত রফিকের পরিবার সদস্যসহ বেশ কয়েকজন আহত ছাত্র উপস্থিত ছিলেন। এসময় নিহতদের পরিবারের সদস্য ও আহতরা আন্দোলনের সময়ের নির্যাতনের বর্ণনা দেন এবং পুলিশের ভূমিকা নিয়ে ব্যক্তিগতভাবে অভিমত ব্যক্ত করেন।
"