প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৬ সেপ্টেম্বর, ২০২৪

দুই জেলায় সড়কে নিহত ৫ আহত ২২

গাজীপুরের কালীগঞ্জে কাভার্ডভ্যান চাপায় শিশু ও নারীসহ অটোরিকশার ৫ যাত্রী নিহত ও দুজন আহত হয়েছেন। এছাড়া সিরাজগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে ২০জন আহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর :

কালীগঞ্জ (গাজীপুর) : গাজীপুরের কালীগঞ্জে কাভার্ডভ্যান চাপায় শিশু ও নারীসহ সিএনজিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। নিহতের মধ্যে একই পরিবার ৩ জন রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার চালকসহ দুজন। ঘাতক কাভার্ডভ্যানটি কালীগঞ্জ থানায় পুলিশ হেফাজতে রয়েছে। গতকাল রবিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন। এর আগে, গত শনিবার রাত ১১টায় কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক সড়কের মূলগাঁও মাদরাসা সংলগ্ন এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নরসিংদীর শিবপুর উপজেলার আখরাশাল এলাকার আবদুর রহমানের স্ত্রী রাবেয়া বেগম (৭০), তার ছেলে মোহাম্মদ আলী (৫৫), মোহাম্মদ আলীর ছেলে আমান উল্লাহ (৫), গাজীপুরের নোয়াাগাঁও অষ্টগণ কলোনির সুবাস কর্মকারের ছেলে অমল কুমার কর্মকার (৩৯) এবং সাতক্ষীরা সদরের হাজিপুর এলাকার মগরব আলীর ছেলে নাজমুল (৩৫)।

ওসি মো. আলাউদ্দিন বলেন, মরদেহ পুলিশ হেফাজতে এনে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। কালীগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার মোস্তাফিজুর রহমান বলেন, কাভার্ডভ্যানের চাপায় ঘটনাস্থলেই অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়। গুর”তর আহত অবস্থায় এক শিশু, অটোরিকশা চালক ও আরো একজনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। গুর”তর আহত এক ব্যক্তিকে ঢাকায় প্রেরণের পরামর্শ দেন তারা।

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে সিএনজিচালিত অটোরিকশাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস সড়কের পাশের খাদে পড়ে যায়। এ ঘটনায় অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

শনিবার বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের ছোনগাছা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে আহতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. আতাউর রহমান জানান, শহর থেকে হৃদয় এন্টারপ্রাইজের একটি বাস প্রায় ৫০ জন যাত্রী নিয়ে কাজিপুরের দিকে যাচ্ছিল। ছানগাছা বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন।

সিরাজগঞ্জ সদর থানা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, এখন পর্যন্ত কেউ মারা যাননি। আহতদের উদ্ধার করে ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। তারা সবাই বগুড়ায় বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close