নিজস্ব প্রতিবেদক

  ১৬ সেপ্টেম্বর, ২০২৪

ডেঙ্গুতে ১৫ দিনে ২৪ মৃত্যু আক্রান্ত ৬,২৩৪

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪৮৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ের মধ্যে মারা গেছেন একজন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১০৭ জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯ হাজার ৭৫ জন। এ নিয়ে সেপ্টেম্বর মাসের প্রথম ১৫ দিনে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২৪ জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ৬ হাজার ২৩৪ জন। এর আগে গত আগস্টে মৃত্যু ছিল ২৭ জনের এবং হাসপাতালে ভর্তি ছিলেন ৬ হাজার ৫২১ জন।

গতকাল রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ৯৮১ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। যার মধ্যে ঢাকায় ১৩৩৬ জন, বাকি ৬৪৫ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close