প্রতিদিনের সংবাদ ডেস্ক
ইসরায়েলি বিমান হামলায়
হিজবুল্লাহ কমান্ডার শায়ের নিহত
লেবাননে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে ইসরায়েল। দক্ষিণ লেবাননে মঙ্গলবার রাতভর একাধিক হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এতে হিজবুল্লাহর কমান্ডার মোহাম্মদ কাসেম আল-শায়ের নিহত হয়েছে বলে দাবি ইসরায়েলের। খবর সিএনএনের।
ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, দক্ষিণ লেবাননের রাতে পশ্চিম বেকা জেলার কারাউন গ্রামে মঙ্গলবার রাতে হামলায় হিজবুল্লাহর এলিট রাদওয়ান ফোর্সের কমান্ডার মোহাম্মদ কাসেম আল-শায়ের নিহত হয়েছেন।
আইডিএফ বলছে, আল-শায়ের ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে অনেক সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর হোতা। তার মৃত্যু দক্ষিণ লেবানন থেকে ইরান-সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ চালানোর ক্ষমতাকে ব্যাহত করবে।
আইডিএফ বলছে, ইসরায়েলি বাহিনী হিজবুল্লাহর ৩০টির বেশি স্থাপনায় হামলা করেছে। এসব হামলায় আল-কলাইলেহ শহরে সরকারি সম্পত্তি ও ভবনের ব্যাপক ক্ষতিসাধন করেছে।
এদিকে হিজবুল্লাহ আল-শায়ের নিহতের বিষয়টি নিশ্চিত করেছে। গোষ্ঠীটি বলেছে, ইসরায়েলি ওই হামলার জবাবে হিজবুল্লাহ যোদ্ধারা উত্তর ইসরায়েলের দুটি স্থানে এক ডজন কাতিউশা রকেট এবং বেশ কয়েকটি ড্রোন হামলা চালিয়েছে।
অন্যদিকে হিজবুল্লাহর হামলায় ইসরায়েলে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইসরায়েলি সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে, কিছু ড্রোন তারা ভূপাতিত করেছে এবং কয়েকটি খোলা জায়গায় পড়েছিল।
বৈরুতের দক্ষিণ শহরতলিতে গত জুলাইয়ে ইসরায়েলি ড্রোন হামলায় হিজবুল্লাহর সিনিয়র সামরিক কর্মকর্তা ফুয়াদ শুকর নিহত হন। শুকর হত্যার কয়েক সপ্তাহের মাথায় সর্বশেষ হামলায় নিহত হলেন আরেক সিনিয়র কমান্ডার মোহাম্মদ কাসেম আল-শায়ের।
গত বছরের ৭ অক্টোবর গাজায় ইসরায়েল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল ও লেবাননের মধ্যে প্রায় প্রতিদিনই পাল্টাপাল্টি হামলা ও সীমান্তে গুলিবিনিময়ের ঘটনা ঘটছে। তাতে উভয়পক্ষে ঘটছে প্রাণহানি।
"