প্রতিদিনের সংবাদ ডেস্ক
স্কুলশিক্ষকসহ সড়কে নিহত ৯ শিশুসহ আহত ২০
বাগেরহাট, ঝিনাইদহ, টাঙ্গাইল, গাজীপুর শেরপুর ও বগুড়ায় সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষকসহ ৯ জন নিহত হয়েছেন। গতকাল সোমবার এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ২০ জন। প্রতিনিধিদের পাঠানো খবর-
বাগেরহাট : বাগেরহাটের ফকিরহাটে পিকআপ-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ চার যাত্রী নিহত ও ৩ জন আহত হয়েছেন। গতকাল সকাল ৯টায় ঢাকা-খুলনা মহাসড়কের ফকিরহাটের কাটাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কাটাখালী হাইওয়ে থানা পুলিশের উপসহকারী পরিদর্শক (এসআই) মো. আশরাফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- বাগেরহাট সদর উপজেলার মুনিগঞ্জ এলাকার নোমান শেখের স্ত্রী স্কুলশিক্ষক নিপা বেগম (২৮), রামপাল উপজেলার নবাবপুর এলাকার রাজমিস্ত্রি মো. মাসুম (৩৩), একই এলাকার রাজমিস্ত্রি শওকত আলী (৪০)। এছাড়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়েছে। তার নাম ঠিকানা পাওয়া যায়নি। কাটাখালী হাইওয়ে থানা পুলিশের উপসহকারী পরিদর্শক (এসআই) মো. আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ঝিনাইদহ : কালীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রুহুল আমিন (৩০) নামের এক এনজিওকর্মী নিহত হয়েছেন। গতকাল সকালে কালীগঞ্জ উপজেলা শহরের শ্রীলক্ষী সিনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুহুল আমিন যশোর সদর উপজেলার পরানপুর গ্রামের আবু বক্কর বিশ্বাসের ছেলে এবং ঝিনাইদহ শহরের একটি এনজিওতে কর্মরত ছিলেন।
মির্জাপুর (টাঙ্গাইল) : মির্জাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। গতকাল সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার শুভুল্যা ও দেওহাটা এলাকায় এ দুটি দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার ভোর বেলা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার শুভুল্যা এলাকায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাত (৬৫) এক ব্যক্তি বাসের চাকায় পিষ্ট হয়ে মারা যায়। এদিকে সকাল পৌনে এগারটার দিকে মহাসড়কের দেওহাটা এলাকায় রাস্তা পারাপারের সময় সোনামুদ্দিন (৭০) নামে এক ব্যক্তি বাসের চাকায় পিষ্ট হয়ে মারা যান। সোনামুদ্দিনের বাড়ি উপজেলার বহুরিয়া ইউনিয়নের কোট বহুরিয়া গ্রামে। গোড়াই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আদিল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শ্রীপুর (গাজীপুর) : গাজীপুরের শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় আক্কাস আলী (২৯) নামে এক কারখানা শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল সকাল ৯টায় উপজেলা ঢাকা ময়মনসিংহ সড়কের মাওনা উত্তরপাড়ার জাবের স্পিনিং মিলের উত্তরে এ দুর্ঘটনা ঘটে। নিহত আক্কাস আলী শেরপুর জেলার শ্রীবরদী থানার মলামারী গ্রামের আ. সালামের ছেলে। মাওনা হাইওয়ে থানার উপপরিদর্শক ইসহাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আদমদীঘি (বগুড়া) : বগুড়ার আদমদীঘিতে অজ্ঞাত বাসের চাপায় পিষ্ট হয়ে নাহিদ মন্ডল (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সকালে আদমদীঘি ফায়ার সার্ভিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাহিদ মন্ডল দুপচাঁচিয়া উপজেলার কুড়াহার গ্রামের হাফিজার মন্ডলের ছেলে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী নিহতের সত্যতা নিশ্চিত করেন।
শেরপুর : শেরপুর-ঢাকা মহাসড়কের নবীনগর টেকনিক্যাল এলাকায় দুই মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচ শিশুসহ ১৭ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ১৩ জনের অবস্থাই আশঙ্কাজনক। গতকাল ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, প্রথমে আহত সবাইকে শেরপুর সদর হাসপাতালে নেওয়া হয়। পরে ১৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। দুর্ঘটনায় আহত ১৭ জনের কারো পরিচয় এখনো পাওয়া যায়নি।
"