গাজীপুর প্রতিনিধি

  ০৭ সেপ্টেম্বর, ২০২৪

গাজীপুরে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ

গাজীপুরের কালীগঞ্জে স্থানীয় এক বিএনপির নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বিএনপি নেতাকর্মীদের দাবি, আওয়ামী লীগের লোকজন তাকে পিটিয়ে হত্যা করেছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার মুক্তারপুর ইউনিয়নের নাশু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। কালীগঞ্জ থানার পরিদর্শক মারুফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত এমদাদুল হক আকলু (৬৫) মুক্তারপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন।

স্থানীয়দের বক্তব্য, এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে এমদাদুল মারা গেছেন। তবে কালীগঞ্জ বিএনপির নেতাকর্মীদের দাবি, আওয়ামী লীগের লোকজন তাকে পিটিয়ে হত্যা করেছে।

জানতে চাইলে কালীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাবলু মিয়া বলেন, এমদাদুল হক আকলুকে আন্দোলন চলাকালে এলাকার আওয়ামী লীগের লোকজন ধরে পুলিশে দিয়েছিল। সকালে আকলু বাড়ি থেকে দোকানে যাওয়ার পথে আওয়ামী লীগের ১০ থেকে ১৫ জন লোক তাকে পিটিয়ে মেরে ফেলেছে। এ বিষয়ে মন্তব্য জানতে কালীগঞ্জ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

পরিদর্শক মারুফ হোসেন বলেন, নিহত বিএনপি নেতার মরদেহ কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। সংঘর্ষে বিএনপি, আওয়ামী লীগ উভয় পক্ষের লোক ছিল। বিস্তারিত পরে জানানো হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close