নিজস্ব প্রতিবেদক
রিমান্ড শেষ হওয়ার আগেই কারাগারে হাজী সেলিম
আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম অসুস্থ হয়ে পড়ায় পাঁচ দিনের রিমান্ড শেষ হওয়ার আগেই তাকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বুধবার তাকে ঢাকার মহানগর হাকিম আক্তারুজ্জামান কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ঢাকার আদালতের পুলিশ পরিদর্শক মো. আসাদুজ্জামান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও লালবাগ থানার উপপরিদর্শক আক্কাস মিয়া হাজী সেলিমকে কারাগারে আটক রাখার আবেদন করে আদালতে হাজির করেন। তিনি জানান, মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সোমবার হাজী সেলিমকে আনা হলেও মঙ্গলবার তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে জেল কোডের বিধান অনুযায়ী তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখতে আদালতের কাছে আবেদন করা হয়।
তদন্ত কর্মকর্তা বলেন, ‘আমরা তাকে চিকিৎসার জন্য আবার মেডিকেলে নিয়ে যাব, যেখানে তাকে জেল কোড অনুযায়ী আগে ভর্তি করা হয়েছিল।’
কোটা সংস্কার আন্দোলনে একাদশ শ্রেণির শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ১০ দিনের রিমান্ড আবেদন করে সোমবার হাজী সেলিমকে আদালতে হাজির করলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামান তাকে ৫ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন। রাজধানীর বংশাল এলাকা থেকে হাজী সেলিমকে গ্রেপ্তার করে পুলিশ। নিহত খালিদের বাবা কামরুল হাসান ১৯ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫১ জনের বিরুদ্ধে লালবাগ থানায় মামলাটি করেন।
"