ব্রাহ্মণবাড়িয়া ও ঝালকাঠি প্রতিনিধি

  ০৪ সেপ্টেম্বর, ২০২৪

সড়কে মা-মেয়েসহ নিহত ৪

ব্রাহ্মণবাড়িয়া ও ঝালকাঠিতে সড়কে চারজনের মৃত্যু হয়েছে। সোমবার রাতে ও গতকাল মঙ্গলবার এসব দুর্ঘটনা ঘটেছে। ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ তিন জন নিহত ও ২জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বেতবাড়িয়া এবং সোমবার রাত ১টায় ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের শশই এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সরাইল উপজেলার তেলিকান্দি গ্রামের মো. ইব্রাহিম মিয়ার স্ত্রী ফয়েজা বানু (৪৫), তার মেয়ে ফেরদৌসী (২০) ও ময়মনসিংহের নান্দাইল উপজেলার হাবিবুর রহমানের ছেলে শরিফুল ইসলাম মঈন (২৬)।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার হোসেন জানান, সকালে সদর উপজেলার সুহিলপুর থেকে একটি প্রাইভেটকার ঢাকায় যাওয়ার পথে বেতবাড়িয়া এলাকায় রাস্তার পাশে পার্কিং করা বৈদ্যুতিক খুঁটি বোঝাই ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লাগে। এতে প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এসময় প্রাইভেটকারে থাকা ফয়েজা বানু ও তার মেয়ে ফেরদৌসী ঘটনাস্থলেই নিহত হন।

সোমবার রাতে বিজয়নগরের শমশই এলাকায় এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত থেকে আসা একটি পিকআপভ্যানের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানের চালকসহ তিনজন আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শরিফুল ইসলামকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, ফয়েজা বানু ও তার মেয়ে ফেরদৌসীর লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাক্টরটি পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

এদিকে ঝালকাঠির নলছিটিতে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে সুমন দেবনাথ (৫০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। গত সোমবার রাত ১২টার দিকে বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের ষাটপাকিয়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমন দেবনাথ ঝালকাঠি সদর উপজেলার পূর্বচাঁদকাঠির মৃত জিতেন্দ্র দেবনাথের ছেলে। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close