নারায়ণগঞ্জ প্রতিনিধি

  ০২ সেপ্টেম্বর, ২০২৪

দুই হত্যা মামলায় সাবেক মন্ত্রী গাজী ৬ দিনের রিমান্ডে

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় দায়ের করা পৃথক দুটি হত্যা মামলায় সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক এমপি গাজী গোলাম দস্তগীরের ৩ দিন করে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল রবিবার দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলীর আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আবদুর রশিদ এর সত্যতা নিশ্চিত করে বলেন, আড়াইহাজার থানার শফিক ও বাবুল মিয়া হত্যাকাণ্ডে দায়ের করা পৃথক দুটি মামলায় সাবেক মন্ত্রী গাজী গোলাম দস্তগীরের ৩ দিন করে ৬ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন খান বলেন, আড়াইহাজারের শফিক ও বাবুল মিয়া হত্যা পৃথক দুটি মামলায় হত্যা মামলায় সাবেক মন্ত্রী গাজী গোলাম দস্তগীরের ৩ দিন করে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এরআগে রূপগঞ্জের চনপাড়ায় নব কিশলয় হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র রোমান মিয়া (১৭) হত্যাকাণ্ডের ঘটনায় নারায়ণগঞ্জ আদালত তার বিরুদ্ধে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। প্রসঙ্গত, গত ২৫ আগস্ট দিবাগত রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ রাজধানীর শান্তিনগর বাসা থেকে তাকে গ্রেপ্তার করে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংগঠিত হওয়া বেশ কয়েকটি হত্যা মামলায় আসামি গোলাম দস্তগীর গাজী।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close