কুষ্টিয়া প্রতিনিধি

  ০২ সেপ্টেম্বর, ২০২৪

সুনির্দিষ্ট অপরাধীদের ছাড় নয়

- জামায়াত আমির

বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে জামায়াতের অসংখ্য নেতাকর্মী জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। তবে স্বৈরাচারী সরকারের পতনের পর তারা এ ব্যাপারে সাধারণ ক্ষমা ঘোষণা করলেও সুনির্দিষ্ট অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি। জামায়াত আমির আয়না ঘরসহ বিগত সরকারের সময় বিরোধী মত দমনে সরকারের নানা অপকৌশলের তীব্র সমালোচনা করেন। তিনি দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। গতকাল রবিবার সকালে কুষ্টিয়া কুমারখালীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে এক মতবিনিময় ও অনুদানের সভায় এ আহ্বান জানান তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিগত সরকারের সময়ে অনেক নিরীহ মানুষ, এমনকি বিদেশে থেকেও বিভিন্ন মিথ্যা মামলায় আসামি হয়েছেন। ৫ আগস্ট সরকারের পতনের পর আবারও দেশে একই রকম প্রক্রিয়ায় নিরীহ ও নির্দোষ মানুষকে মামলার আসামি বানানো হচ্ছে। এ ব্যাপারে জামায়াত নেতাকর্মীদের কঠোর নির্দেশ দেওয়া আছে। এ কারণে তারা কোনো মামলায় নিরীহ মানুষকে আসামি করছেন না। তবে একটি দল এ ধরনের মামলা করলেও তাদের হাইকমান্ড বলেছে পুলিশের উচিত মামলা গ্রহণের সময় আসামির ব্যাপারে যাচাই-বাছাই করে দেখা। জামায়াত রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে কোনো মানুষের অধিকার ক্ষুণ্ণ্ণ হবে না বরং বৈষম্যহীন ইনসাফের সমাজ ব্যবস্থা কায়েম হবে। পরে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারের সদস্যদের হাতে ২ লাখ টাকা করে ১৪টি শহীদ পরিবারের সদস্যদের হাতে ২৮ লাখ টাকা অনুদানের চেক তুলে দেন। কুষ্টিয়া জেলা জামাতের আমির আবুল হাশেমের সভাপতিত্বে মতবিনিময় সভায় কুষ্টিয়ার আশপাশের কয়েকটি জেলা জামায়াতের আমিররা উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close