খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
রাজনীতিমুক্ত শিক্ষাঙ্গন চান খুবি শিক্ষকরা
দলীয় রাজনীতিমুক্ত শিক্ষাঙ্গন, বৈষম্যহীন সমাজ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার দাবিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষকরা মানববন্ধন করেছেন। তারা দলীয় লেজুড়বৃত্তিক রাজনীতির প্রতি অনাস্থা প্রকাশ করে শিক্ষাঙ্গনকে রাজনৈতিক প্রভাব মুক্ত করার আহ্বান জানান।
গতকাল সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরে শিক্ষকদের উদ্যোগে এ মানববন্ধন করা হয়। পরে শিক্ষকরা একটি স্মারকলিপি রেজিস্ট্রারের কাছে হস্তান্তর করেন, যেখানে শিক্ষাঙ্গনে রাজনীতিমুক্ত পরিবেশের দাবি তুলে ধরা হয়েছে।
শিক্ষকদের স্মারকলিপিতে উল্লেখ করা হয়, স্বাধীনতার জন্য এদেশের মানুষ বারবার সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে এদেশ স্বাধীন হলেও মানুষ এখনো শোষণ, বঞ্চনা ও দুর্নীতি থেকে মুক্তি পায়নি। দেশীয় স্বৈরশাসকরা মানুষের ওপর বারবার জুলুম ও নির্যাতন চালিয়েছে। শিক্ষাঙ্গনগুলো দলীয় রাজনীতির কালো থাবা থেকে মুক্ত করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার ওপরও জোর দেওয়া হয়।
অ্যাগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. ইয়াছিন আলী বলেন, এটাই সঠিক সময় উঠে দাঁড়ানোর। আমাদের প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। আমরা যদি আমাদের প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও ন্যায় প্রতিষ্ঠা করতে পারি তাহলে একটি সুন্দর ও আলোকিত বাংলাদেশ গড়ে উঠবে। তিনি আরো বলেন, এই আন্দোলনে শত শত সন্তান প্রাণ দিয়েছে। তাদের চেতনা ও আত্মত্যাগকে সম্মান জানিয়ে আমাদের এ দেশের শিক্ষাঙ্গনগুলো রাজনীতিমুক্ত করতে হবে।
শিক্ষকরা দেশব্যাপী শিক্ষাঙ্গনগুলোতে রাজনীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়ে বলেন, তবেই এদেশ আলোকিত বাংলাদেশে পরিণত হবে।
"