চবি, গাজীপুর ও খুলনা প্রতিনিধি

  ১৩ আগস্ট, ২০২৪

চবি, ডুয়েট ও কুয়েট ভিসির পদত্যাগ

শিক্ষার্থীদের অবাঞ্ছিত ঘোষণা এবং আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভিসি অধ্যাপক ড. মো. আবু তাহের। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গত রবিবার ভিসি পদ থেকে অব্যাহতি চেয়ে রাষ্ট্রপতি বরাবর চিঠি দিয়েছেন চবি ভিসি অধ্যাপক ড. মো. আবু তাহের। এছাড়া চবির রেজিস্ট্রারের কাছে পদত্যাগপত্রটি মেইলে জমা দিয়েছেন তিনি। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমদ বলেন, রবিবার রাতে তিনি (আবু তাহের) পদত্যাগপত্রটি মেইলে পাঠিয়েছেন। এর আগে অব্যাহতি চেয়ে তিনি রাষ্ট্রপতি বরাবর চিঠি দিয়েছেন। চিঠিতে অধ্যাপক আবু তাহের লেখেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের এক প্রজ্ঞাপন অনুযায়ী আমি গত ২০ মার্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে যোগদান করি। চবির চলমান পরিস্থিতিতে আমাকে ভিসির দায়িত্ব পালন থেকে অব্যাহতি দিয়ে আমার মূল বিভাগ চবির ম্যানেজমেন্ট বিভাগে প্রফেসর (গ্রেড-১) পদে যোগদানের অনুমতি প্রদানের জন্য অনুরোধ করছি।

শিক্ষার্থীদের বেঁধে দেওয়া সময়ের মধ্যে চবি ভিসি অধ্যাপক ড. আবু তাহের পদত্যাগ না করায় রবিবার ভিসিকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর আগে গত ১৯ মার্চ বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে নিয়োগ পান অধ্যাপক ড. আবু তাহের এবং ২০ মার্চ থেকে দায়িত্ব পালন করেন। এদিকে খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভিসি প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার ও প্রোভিসি প্রফেসর ড. সোবহান মিয়া পদত্যাগ করেছেন। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের কাছে পদত্যাগপত্র জমা দেন তারা।

কুয়েট ভিসি প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার তার পদত্যাগপত্রে উল্লেখ করেন, ব্যক্তিগত কারণে ভিসির পদের দায়িত্ব থেকে আমি স্বেচ্ছায় পদত্যাগ করলাম। এ পদত্যাগের কারণে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম যাতে ব্যাহত না হয় সে লক্ষ্যে এবং পূর্ণকালীন/ভারপ্রাপ্ত ভিসি রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগ না পাওয়া পর্যন্ত মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ ভিসির দায়িত্ব পালন করবেন। ড. মিহির রঞ্জন হালদার ২০২২ সালের ১ সেপ্টেম্বর কুয়েটের ভিসি হিসেবে যোগদান করেন। অন্যদিকে প্রোভিসি প্রফেসর ড. সোবহান মিয়া তার পদত্যাগপত্রে উল্লেখ করেন, গত ২০২২ সালের ২২ নভেম্বর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি পদে যোগদান করি। এখন আমার শারীরিক অসুস্থতা এবং ব্যক্তিগত কারণে প্রোভিসি পদ থেকে অব্যাহতি চাচ্ছি।

এদিকে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ভিসি অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান পদত্যাগ করেছেন। রবিবার তিনি রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর বরাবর পদত্যাগপত্র পাঠান। পদত্যাগের কারণ হিসিবে তিনি ব্যক্তিগত কারণ উল্লেখ করেন। পদত্যাগপত্রে তিনি বলেন, ২০২০ সালের ১৮ নভেম্বর তারিখ থেকে তিনি ঢাকা ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি গাজীপুরের ভিসি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। ব্যক্তিগত কারণে ঢাকা ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি গাজীপুরের ভিসি পদ থেকে পদত্যাগ করতে চাই। পদত্যাগপত্রে তিনি ১১ আগস্ট পূর্বাহ্নে তাকে ভিসি পদ থেকে অব্যাহতির জন্য অনুরোধ করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close