নিজস্ব প্রতিবেদক
সপ্তাহ পর সড়কে ট্রাফিক পুলিশ
বেশির ভাগ দাবি মেনে নেওয়ার আশ্বাস * সব কর্মসূচি প্রত্যাহার ট্রাফিক নিয়ন্ত্রণ শুরু
সব কর্মসূচি প্রত্যাহারের পর আন্দোলনরত পুলিশ সদস্যরা গতকাল সোমবার কাজে যোগ দিয়েছেন। এদিন সকাল থেকেই সড়কে তাদের তৎপরতা দেখা গেছে। প্রায় সপ্তাহখানেক পর রাজধানীর কিছু সড়কে দায়িত্ব পালন শুরু করেছেন তারা। এর আগে পুলিশে সংস্কারের দাবিতে কর্মবিরতিসহ বিভিন্ন কর্মসূচি পালন করে পুলিশ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠকের পর আন্দোলনকারী পুলিশ সদস্যদের সমন্বয়ক পরিদর্শক জাহিদুল ইসলাম ও কনস্টেবল শোয়াইব হাসান গতকাল থেকে কাজে যোগ দেওয়ার ঘোষণা দেন। এর আগে থানায় কার্যক্রম শুরু করে পুলিশ।
তারা গণমাধ্যমকে বলেন, ‘আমরা সরকারের কাছে যেসব দাবি জানিয়েছিলাম তার বেশির ভাগই মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। তাই আমরা কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিচ্ছি। আশা করি সবাই সুন্দরভাবে নিজ নিজ দায়িত্বে ফিরবেন।’
প্রসঙ্গত, শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে হতাহতের ঘটনার পর বেশকিছু দাবিতে গত ৬ আগস্ট থেকে কর্মবিরতির ঘোষণা দেয় বাংলাদেশ পুলিশ অধস্তন কর্মচারী সংগঠন। গত রবিবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আন্দোলনরত পুলিশ সদস্যদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) সাখাওয়াত হোসেন। বৈঠকে পুলিশের আইজিপি, র্যাবের ডিজিসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আন্দোলনরত পুলিশ সদস্যদের একটি প্রতিনিধিদলের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকে এ তথ্য জানান তিনি।
চট্টগ্রাম ব্যুরো জানায়, চট্টগ্রাম নগরীর ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে পাঁচটি পয়েন্টে দায়িত্ব পালন করতে শুরু করেন ট্রাফিক পুলিশের সদস্যরা। প্রাথমিকভাবে নগরীর আগ্রাবাদ, জিইসি মোড়, টাইগারপাস, ওয়াসা এবং লালখানবাজার এলাকায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণে কাজ করতে শুরু করেছে ট্রাফিক পুলিশ। তাদের সঙ্গে এসব স্থানে একজন করে শিক্ষার্থী প্রতিনিধিও রয়েছেন। গতকাল সকাল থেকে ট্রাফিক পুলিশের সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। সিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, প্রয়োজনে তারা নিউমার্কেট এলাকায়ও কাজ করবেন। জিইসি মোড়ে ট্রাফিক পুলিশের কয়েকজন সদস্য দায়িত্ব পালনকালে পথচারীরা তাদের স্বাগত জানান। অনেকে হাত মেলান এবং কোলাকুলি করেন। আগ্রাবাদ এলাকায় দায়িত্বরত ট্রাফিক পুলিশের সার্জেন্ট মো. নোমান ও মো. সবুর বলেন, আমাদের শিক্ষার্থীরা এক সপ্তাহ ধরে ভালোভাবেই ট্রাফিক ব্যবস্থা সামলেছেন। তাদের নিয়ে গর্ববোধ করছি। এর আগে গত রবিবার বিকেলে দামপাড়া পুলিশ লাইনসের কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সিএমপি কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করবে।
চট্টগ্রাাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেছেন, আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে আলোচনা করেছি। থানাগুলো সচল করার জন্য প্রত্যেক থানায় কিছু স্বেচ্ছাসেবক দেওয়া হবে। থানা সচল হলে আমাদের অধিকাংশ সমস্যার সমাধান হবে। সাতকানিয়া, লোহাগাড়ায় ঘটে যাওয়া সাম্প্রদায়িক আক্রমণগুলোর দোষীদের দ্রুত বিচারের আওতায় আনা হবে। চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে বিভাগীয় কোর কমিটির সভায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, ছয় দিন পর চট্টগ্রামের বোয়ালখালীর সড়কে ও থানায় পুলিশের কার্যক্রম শুরু হয়েছে। গতকাল সকাল থেকে সাধারণ ডায়েরি, অভিযোগ গ্রহণসহ সার্বিক সেবা প্রদান শুরু করা হয়েছে বলে জানান বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছহাব উদ্দিন। এর আগে গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগের পর উদ্ভূত পরিস্থিতিতে পুলিশ সদস্যরা কর্মবিরতি পালন করেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে ছাত্র-জনতা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এগিয়ে আসেন।
চাঁদপুর প্রতিনিধি জানান, এক সপ্তাহ পরে চাঁদপুর জেলার ৮ থানা পুলিশ একযোগে সড়কে নেমেছে এবং দাপ্তারিক কার্যক্রম শুরু করেছে। গতকাল বেলা সাড়ে ১১টায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইয়াসির আরাফাত এর নেতৃত্বে শহরের শপথ চত্বর এলাকায় এসে সদর মডেল থানার পুলিশ অবস্থান নেয়। এর আগে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম, পুলিশ পরিদর্শক (তদন্ত) আবদুর রাজ্জাক দুটি গাড়ি করে থানার পুলিশ সদস্যদের নিয়ে শপথ চত্বরে আসেন। সেখানে পুলিশ কর্মকর্তা ও সদস্যদের ফুল দিয়ে বরণ করেন চাঁদপুর জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আবদুর রহিম, জেলা সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, শহর জামায়াতের আমির অ্যাডভোকেট শাহাজাহান খান প্রমুখ। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইয়াসির আরাফাত উপস্থিত সবার উদ্দেশ্যে বক্তব্যে বলেন, ৫ আগস্টে ছাত্র-জনতার যে গণঅভ্যুত্থান হয়েছে, তার সুফল যাতে দেশের সর্বস্তরের মানুষ ভোগ করতে পারে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আজকে থেকে নতুনভাবে পুলিশ কাজ করবে। এক্ষেত্রে আমাদের সঙ্গে শিক্ষার্থীরাও সঙ্গে থেকে আমাদের সহযোগিতা করবে।
পটুয়াখালী প্রতিনিধি জানান, সরকার পরিবর্তনের পরে জেলা ও পুলিশ প্রশাসনের কার্যক্রমের স্থবির অবস্থা কাটিয়ে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে গত রবিবার বিকেলে পটুয়াখালীতে জেলা ও পুলিশ প্রশাসনের উদ্যোগে শহরেরর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেন পটুয়াখালী জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম ও পুলিশ সুপার মো. আবদুস সালাম। এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টিসহ গণমাধ্যম কর্মীরা।
জেলা প্রশাসক মো. নুর কুতুবুল আলম বলেন, পটুয়াখালী শহরের অনেক মন্দির এরই মধ্যে আমরা পরিদর্শন করেছি। আমার সঙ্গে পুলিশ সুপার, জেলা বিএনপির সদস্য সচিব রয়েছেন। বিভিন্ন স্থানে গুজব রয়েছে, গুজবের কারণে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে তাদের মনে একটা আশঙ্কা সৃষ্টি হয়েছে। ভয়ের কিছু নেই, তারা নির্ভয়ে তাদের ধর্ম চর্চা করতে পারবেন, জীবন যাপন করতে পারবেন। এই বিষয়টি তাদের জানান দেওয়ার জন্য আমরা সবাই একসঙ্গে এসেছি।
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি জানান, গাজীপুরের কালিয়াকৈর থানায় পুলিশ সদস্যরা কাজে যোগদান করেছেন। প্রায় এক সপ্তাহ পর পুলিশ সদস্যরা? এলেন। থানা চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে। স্থানীয় জনগণকে এরই মধ্যে আইনি সেবা দিতে শুরু করেছেন পুলিশ সদস্যরা। জনগণের বন্ধু হয়ে তারা কাজ করবেন বলে জানিয়েছেন। অল্প পরিসরে থানায় কাজ শুরু হয়েছে। সাধারণ মানুষও আবার পুলিশি সেবা পেয়ে খুশি। এরই মধ্যে উপজেলা বিএনপির সভাপতি ভিপি মুহাম্মদ হেলাল উদ্দিন ও গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ও গাজীপুর জেলার আহ্বায়ক পাঠান আজাহারসহ সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় করেন কালিয়াকৈর থানার ওসি এ এফ এম নাসিম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুজ্জামান শিপলু বকশি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আওলাদ হোসেনসহ বিএনপির ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম জানান, গতকাল (রবিবার) রাতে কালিয়াকৈর থানায় উপস্থিত হন। গতকাল সোমবার সকাল থেকেই অল্প পরিসরে থানার কার্যক্রম শুরু করা হয়
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি জানান, বাগেরহাটের ফকিরহাট বিভিন্ন এলাকায় উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ প্রশাসনের যৌথ টহল দেন। এতে জনমনে স্বস্তি ফিরে এসেছে। গতকাল সোমবার বেলা ১১টায় ফকিরহাট মডেল থানার সামনে থেকে পুলিশ ভ্যানসহ কয়েকটি গাড়িতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে আইনশৃঙ্খলা বাহিনীর একটি দল টহল দেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) এ এস এম শাহনেওয়াজ মেহেদী, সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. রবিউল ইসলাম শামীম, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম উপস্থিত ছিলেন।
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ময়মনসিংহের ভালুকা মডেল থানা পুলিশের কার্যক্রম গতকাল সোমবার সকাল থেকে শুরু হয়েছে। এদিন কয়েকটি জিডি রেকর্ড করা হয়। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দ জানান, সোমবার সকালে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মো. শাহ আবিদ হোসেন ও জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা থানা পরিদর্শন করেন ও পুলিশকে তার কার্যক্রম শুরুর নির্দেশ প্রদান করেন।
শাহ কামাল আকন্দ আরো জানান, আন্দোলন চালাকালে ভালুকা থানা এলাকায় বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। দুর্যোগ মুহূর্তে থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে সহায়তা করার জন্য নাগরিক সমাজ ও স্থানীয় রাজনৈতিক নেতাদের তিনি ধন্যবাদ জানান।
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি জানান, কাউনিয়া বাসস্ট্যান্ডে ট্রাফিক পুলিশ অফিসের কার্যক্রম গতকাল সকাল থেকে শুরু হয়েছে। সরেজমিনে কাউনিয়া ট্রাফিক পুলিশ অফিসে গিয়ে দেখা গেছে, পুলিশ মহাপরিদর্শকের কাজে যোগ দেওয়ার নির্দেশনার পর সারা দেশের মতো কাউনিয়া ট্রাফিক পুলিশ রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক ( আরকে) রোডে শৃঙ্খলা ফেরাতে কাজ করেছে। এ সময় সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করতে দেখা গেছে জেলা ট্রাফিক বিভাগে টি আই (অ্যাডমিন) মো. নাজমুল হক মন্ডল, কাউনিয়া ট্রাফিক পুলিশের টি আই জয়নাল আবেদীন, সহকারী সার্জন মোস্তাফিজুর রহমানসহ ১৫ সদস্যকে। এ সময় বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থী ও স্কাউট শিক্ষার্থীরা ট্রাফিক পুলিশকে রাস্তার শৃঙ্খলা ফেরাতে সহযোগিতা করতে দেখা গেছে।
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি জানান, পিরোজপুরের কাউখালীতে কাজে যোগদান করায় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবিরসহ সব সদস্যকে রাজনৈতিক নেতারা বরণ করে নেন। গতকাল দুপুর ১২টায় উপজেলা বিএনপি, জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের নেতারা ফুল দিয়ে তাদের বরণ করে নেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম আহসান কবির, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা সিদ্দিকুর রহমান, উপজেলা বিএনপির সদস্য সচিব এইচ এম দ্বীন মোহাম্মদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. নজরুল ইসলাম, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মো. আলী হোসেন, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মিঞা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুর রহমান ফিরোজ, সদস্য সচিব রাকিব হোসেন, যুব আন্দোলনের সভাপতি হাফেজ উল্লাহ প্রমুখ।
সিলেট প্রতিনিধি জানান, সিলেটের সড়কে ছয় দিন ফিরেছে ট্রাফিক পুলিশের সদস্যরা। গতকাল সকাল থেকে সিলেটের বিভিন্ন সড়কে দায়িত্ব পালন করতে শুরু করেছেন ট্রাফিক পুলিশের সদস্যরা। শৃঙ্খলা ধরে রাখতে পুলিশকে সহযোগিতা করছেন স্কাউট ও বিএনসিসির সদস্যরা। সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে নগরের জিন্দাবাজার, বন্দরবাজার, চৌহাট্টা, আম্বরখানা, নাইওরপুল ও সোবহানীঘাট পয়েন্টে ট্রাফিক পুলিশ সদস্যরা যানবাহন নিয়ন্ত্রণের কাজ করছেন। বৃষ্টির মধ্যে তারা সড়কে দাঁড়িয়ে যানবাহন নিয়ন্ত্রণ করছেন। ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ থেকে স্কাউট ও বিএনসিসি সদস্য ছাড়া সাধারণ শিক্ষার্থীদের এরই মধ্যে সরিয়ে নিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) মো. সাইফুল ইসলাম বলেন, সিলেটে আজ (গতকাল) থেকে দায়িত্ব পালন শুরু করেছে ট্রাফিক পুলিশের সদস্যরা।
কুষ্টিয়া প্রতিনিধি জানান, কুষ্টিয়া শহরের আমলাপাড়ায় অবস্থিত সদর পুলিশ ফাঁড়িতে সদর মডেল থানার কার্যক্রম শুরু হয়েছে। গতকাল বেলা ১১টায় মডেল থানার ওসি মাহফুজুল হক চৌধুরী থানার পুলিশ সদস্যদের নিয়ে গিয়ে নিজ নিজ দায়িত্ব বুঝে নেন। এ সময় কুষ্টিয়ার পুলিশ সুপার আলমগীর হোসেন এসে পুলিশিং কার্যক্রমের উদ্বোধন করেন। পুলিশ সুপার বলেন, এই বিল্ডিং কুষ্টিয়া সদর পুলিশ ফাঁড়ির জন্য তৈরি করা হয়েছে। ভাঙচুর অগ্নিসংযোগের কারণে সদর মডেল থানায় কার্যক্রম চালানোর উপযোগী নেই। সংস্কার চলছে, ততক্ষণ অস্থায়ীভিত্তিতে মডেল থানার কার্যক্রম এখান থেকেই চলবে। এ সময় জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কাজল মাজমাদার ছিলেন।
মানিকগঞ্জ প্রতিনিধি জানান, মানিকগঞ্জে সড়কে ফিরেছেন ট্রাফিক পুলিশ। গতকাল সকাল থেকে মানিকগঞ্জ শহরের খালপাড় ও বাসস্ট্যান্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্ব পালন করছেন জেলা ট্রাফিক পুলিশের সদস্যরা। এর আগে রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকের পর আন্দোলনকারী পুলিশ সদস্যদের সমন্বয়ক পরিদর্শক জাহিদুল ইসলাম ও কনস্টেবল শোয়াইব হাসান সোমবার থেকে কাজে যোগ দেওয়ার ঘোষণা দেন।
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি জানান, ৭ দিন পর গতকাল সকাল থেকে কুলাউড়া উপজেলার চাতলাপুর চেকপোস্ট দিয়ে ভারতে যাত্রী যাতায়াত শুরু হয়েছে। চাতলাপুর চেকপোস্ট সূত্রে জানা যায়, আপাতত ভারতে চিকিৎসার জন্য প্রাপ্ত ভিসাধারী ও বাংলাদেশে আটকা পড়া ভারতীয়রা যেতে পারছেন। আপাতত ভ্রমণ ভিসাধারীরা যাতায়াত করতে পারছেন না। চাতলাপুর চেকপোস্টের কর্মকর্তা এএসআই আলমগীর হোসেন বলেন, ‘এক সপ্তাহ পর গতকাল থেকে এ পথে ভারতে চিকিৎসা ভিসাধারী ও বাংলাদেশে আটকা পড়া ভারতীয়রা এ চেকপোস্ট দিয়ে ভারত যেতে পারছেন। সার্ভার সম্পূর্ণভাবে ভালো হলে ২/১ দিন পর ভ্রমণ ভিসাধারীরাও যেতে পারবেন।’
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি জানান, জগন্নাথপুর থানায় কার্যক্রম শুরু করেছেন পুলিশ সদস্যরা। জগন্নাথপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, রবিবার রাতে কেন্দ্রীয়ভাবে কর্মবিরতি প্রত্যাহারে সিদ্ধান্তে পুলিশের সব ইউনিট কাজে ফিরতে শুরু করেছে। এর পর থেকে জগন্নাথপুর থানায় কার্যক্রম শুরু করেছি। আমাদের কাজ পুরোধমে চলছে।
গাইবান্ধা প্রতিনিধি জানান, গাইবান্ধার ৭টি থানাসহ জেলার সব পুলিশি কার্যক্রম শুরু হয়েছে। গতকাল দুপুরে গাইবান্ধা সদর থানায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এই কথা জানান পুলিশ সুপার মো. কামাল হোসেন। তিনি বলেন, দেশের চলমান পরিস্থিতির কারণে গত কয়েক দিন থেকে জেলায় পুলিশি কার্যক্রম স্থগিত ছিল। তবে এর মধ্যে কিছু কিছু কার্যক্রম চালিয়েছেন তারা। গতকাল থেকে জেলার সব পুলিশি কার্যক্রম শুরু করা হলো।
"