নিজস্ব প্রতিবেদক

  ১০ আগস্ট, ২০২৪

ছাত্র-জনতাকে ছাতা ও খাবার দিল জামায়াত

রাজধানীতে ট্রাফিক সিগন্যালে দায়িত্ব পালনকারী ছাত্র-জনতাকে ছাতা, খাবার প্যাকেট ও পানি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণ। গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর বিভিন্ন সড়কে উপহারসামগ্রীগুলো বিতরণ করা হয়।

উপহারসামগ্রী বিতরণকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘আজকে বাংলাদেশ একটি নতুন জায়গায় উপনীত হয়েছে। এ নতুন বাংলাদেশ পাওয়ার জন্য শত শত ছাত্র-জনতা শহীদ হয়েছেন। সে সব দেশপ্রেমিক যোদ্ধাদের আমরা নতুন প্রজন্মের বীর স্বাধীনতাযোদ্ধা হিসেবে মনে করি। যারা আহত পঙ্গু অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মহান আল্লাহ অতি দ্রুত তাদের সুস্থতা দান করুন।’

তিনি বলেন, ‘আজকে সারা দেশে শিক্ষার্থী ভাইয়েরা দেশ গঠনের অংশ হিসেবে ট্রাফিক সিগন্যালের দায়িত্ব পালন করছে। জামায়াতে ইসলামীর পক্ষ হতে এসব ছাত্র বন্ধুদের আমরা মন থেকে দোয়া-ভালোবাসা জানাচ্ছি। সে সঙ্গে তাদের পাশে থেকে আমরা সব প্রকার সহযোগিতা করার প্রতিশ্রুতি দিচ্ছি। আজকে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের পক্ষ থেকে রাজধানীতে সড়কে দায়িত্ব পালনকারী ছাত্রদের হাতে আমরা ছাতা, খাবার প্যাকেট, পানি ইত্যাদি সামগ্রী উপহার হিসেবে তুলে দিয়েছি।’

শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘শিক্ষার্থী এবং জনতা সবাই মিলে নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা সবাই চেষ্টা করে যাব। ছাত্র-জনতাকে এবার দেশ গঠনে ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে।’ এসময় উপস্থিত ছিলেন- জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি কামাল হোসেন, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য শ্রমিক নেতা আবদুস সালাম, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সমাজকল্যাণ সম্পাদক শাহিন আহমেদ খান, ইউসুফ আলী প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close