প্রতিদিনের সংবাদ ডেস্ক
১১ দাবিতে পুলিশ সদস্যদের বিক্ষোভ
বাংলাদেশ পুলিশের বৈষম্যবিরোধী কেন্দ্রীয় সমন্বয় কমিটির ডাকা কর্মবিরতির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার সিরাজগঞ্জ, টাঙ্গাইল ও সুনামগঞ্জে পুলিশ লাইনে কর্মরত এসআই, এএসআই ও কনস্টেবলরা কর্মবিরতি পালন এবং বিক্ষোভ করেন। দাবিগুলো হলো- স্বাধীন কমিশন গঠন, পুলিশ বাহিনীকে সংস্কার করে দলীয় প্রভাবমুক্ত করে জনগণের কল্যাণে নিয়োজিত করা, ইউনিফর্ম পরিবর্তন করে কনস্টেবল থেকে আইজি পর্যন্ত একই ড্রেসকোড, সব পুলিশ সদস্য ও তাদের পরিবারের নিরাপত্তাসহ ১১ দফা দাবিতে এই কর্মসূচি পালন করেন তারা। এদিকে পুলিশ দায়িত্ব পালন থেকে বিরত থাকায় সাধারণ মানুষ সেবাবঞ্চিত হচ্ছেন। প্রতিনিধিদের পাঠানো খবর-
সিরাজগঞ্জ : জেলায় বিক্ষোভকালে পুলিশ সদস্যরা বলেন, ১১ দফা দাবি বাস্তবায়নপূর্বক গেজেট আকারে প্রকাশ না হওয়া পর্যন্ত তারা কর্মবিরতি কর্মসূচি পালন করবে বলে ঘোষণা দেন। পুলিশ সদস্যের দাবি, পুলিশ সদস্যরা আন্দোলন করলেও জেলার কোনো সিনিয়র অফিসার এখন পর্যন্ত তাদের সঙ্গে কোন যোগাযোগ করেনি। এসআই শাহিন মাহমুদ ও এসআই ইয়ামিন সরকার ও এএসআই জাহিদ হাসান বক্তব্য দেন। এ সময় তারা ১১ দফা দাবি উত্থাপন করেন।
মির্জাপুর (টাঙ্গাইল) : মির্জাপুরে কর্মবিরতি পালন করেছে অধস্তন পুলিশ কর্মকর্তা ও সদস্যরা। গতকাল দ্বিতীয় দিনে মির্জাপুর থানা প্রাঙ্গণে দাবি আদায়ে ও কর্মবিরতির সমর্থনে এই কর্মসূচি পালন করে শতাধিক পুলিশ সদস্য।
জানা যায়, সিভিল পোশাকে সিনিয়র সহকারী পুলিশ সুপার (মির্জাপুর-নাগরপুর) সার্কেল এস এম মনসূর মূসা, মির্জাপুর থানা অফিসার ইনচার্জ (অতিরিক্ত) সালাউদ্দিন আহমেদ, গোড়াই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আদিল খান, দেওহাটা ফাঁড়ির অফিসার ইনচার্জ গিয়াস উদ্দিন, বাঁশতৈল ফাঁড়ির অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর, থানা পুলিশের উপপরিদর্শক যথাক্রমে জহিরুল ইসলাম, সোহেল মিয়া, ফজলু, হাবিব, সরোয়ার, মাহাবুব, মোকলেছ, শফিউল, আনোয়ারসহ এএসআই লেভেলের সদস্যরা কর্মবিরতিতে অংশ নিয়েছেন। এদিকে থানার প্রধান গেট বন্ধ থাকায় অনেক বিদেশ যাত্রী পুলিশ ক্লিয়ারেন্সের জন্য এসে কাউকে না পেয়ে ফেরত চলে যাচ্ছেন। দুই বিদেশযাত্রীর সঙ্গে এই প্রতিবেদকের কথা হলে তারা বলেন, বিদেশে যাওয়ার সব প্রক্রিয়া সম্পন্ন শুধু পুলিশ ক্লিয়ারেন্সের অপেক্ষা। অনেকেই আবার থানায় অভিযোগ ও জিডি করতে পারছেন না। এতে করে বিপাকে পড়েছেন থানাতে আসা সেবাপ্রত্যাশীরা।
সুনামগঞ্জ : সুনামগঞ্জে জেলা পুলিশের সদস্যরা বিক্ষোভ মিছিল ও সভা করেছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় সুনামগঞ্জ জেলা পুলিশ লাইন্সে জেলা পুলিশের কর্মকর্তা থেকে শুরু করে সব সদস্য কর্মবিরতীর অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। এ সময় জেলা পুলিশে কর্মরত সব সদস্য সাবেক আইজিপি ও পুলিশের বড় কর্তাদের নাম নিয়ে ছিঃ ছিঃ করে বিক্ষোভ প্রদর্শন করে। বিক্ষোভ মিছিলের নেতৃত্বে ছিলেন পুলিশ সুপার এম এন মোর্শেদ। এ সময় পুলিশ সদস্যরা বলেন, আমাদের অন্যায়ভাবে হুকুম দিয়ে ব্যবহার করেছে ঊর্ধ্বতন কর্মকর্তারা। ফলে আজ আমরা নির্যাতিত হচ্ছি। যেসব কর্মকর্তার হুকুমে আমাদের গুলি চালাতে বাধ্য করা হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এতে বক্তব?্য দেন এ এস আই হুমায়ুন, কনস্টেবল আল আমিন, জিয়া উদ্দিন প্রমুখ। পুলিশ সুপার এম এন মোর্শেদ বলেন, পুলিশের কর্মবিরতি চলছে। কর্মবিরতি শেষ হলে আমরা তদন্ত করে সব দোষী পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
"