গাজীপুর প্রতিনিধি
গাজীপুর জেলা কারাগারে বিক্ষোভ গুলিতে আহত ২৫
গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের পর গাজীপুর জেলা কারাগারে অস্থিরতা দেখা দিয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে মুক্তির দাবিতে আন্দোলন করেন বন্দিরা। কারাগারের বাইরে থেকে গুলির শব্দ শোনা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন ২৫ জন। এ সময় বন্দিদের হামলায় ৪ কারারক্ষীও আহত হয়েছেন।
কারাগার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা ১১টায় বন্দিরা মুক্তির দাবিতে কারাগারের অভ্যন্তরে আন্দোলন করেন। তারা ওয়ার্ডে ওয়ার্ডে ব্যাপক ভাঙচুর করেন এবং কম্বল, আসবাবপত্রে আগুন ধরিয়ে দেন। গাছের ডাল ভেঙে তাদের পরনের জামাকাপড় দিয়ে বেঁধে মই বানিয়ে দেয়াল টপকে পালিয়ে যাওয়া চেষ্টা করেন। বাধা দিলে তারা কারারক্ষীদের ওপর হামলা চালান। একপর্যায়ে তারা কারাগারের ভেতরের গেট ভেঙে পালিয়ে যেতে চাইলে গুলি চালান কারারক্ষীরা। এ সময় করাগারের আশপাশ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
কারাগারের জেল সুপার আনোয়ারুল করিম জানান, পালানো ঠেকাতে বাধ্য হয়ে কারারক্ষীরা গুলি করেন। এতে ২৫ বন্দি আহত হন। বন্দিদের হামলায় ৪ কারারক্ষীও আহত হয়েছেন। আহতদের কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি জানান, কোনো বন্দি পালাতে পারেননি। গাজীপুর জেলা কারাগারের চিকিৎসক ডা. মাকসুদা আক্তার বলেন, আহতদের শরীরে রাবার বুলেটের আঘাত রয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে কারো পায়ে কারো চোখ, মাথা ও শরীরে আঘাত লেগেছে।
গত মঙ্গলবার দুপুরে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারের কারারক্ষীদের জিম্মি করে ২০৯ বন্দি পালিয়ে যান। কারারক্ষীদের গুলিতে নিহত হন ৬ জন। নিহত ব্যক্তিদের মধ্যে ৩ জন জঙ্গি। বন্দিদের বিক্ষোভ এবং পালিয়ে যাওয়ার ঘটনায় নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় কারাগারের সুপার সুব্রত কুমার বালাকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহারের বিষয়টি জেল সুপার সুব্রত কুমার বালা স্বীকার করে বলেন, তার পরিবর্তে নতুন জেল সুপার মাইন উদ্দিনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
"