শরীয়তপুর প্রতিনিধি
সন্ত্রাসের প্রতিবাদে শরীয়তপুরে সাংস্কৃতিক সমাবেশ
কোটা সংস্কারের যৌক্তিক সমাধানের পরেও স্বাধীনতা বিরোধীদের পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে ‘অসাম্প্রদায়িক সাংস্কৃতিক অঙ্গন চাই’ দাবিতে সমাবেশ করেছে সাংস্কৃতিক ঐক্য পরিষদ শরীয়তপুর। গতকাল শনিবার বেলা ১১টায় শরীয়তপুর সদরের জিরো পয়েন্টে বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে সাংস্কৃতিক সমাবেশের আয়োজন করে।
সমাবেশে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, সদস্য ফারুক আহমেদ তালুকদার, দেলোয়ার হোসেন তালুকদার, শরীয়তপুর শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ও পৌরসভা আওয়ামী লীগের সভাপতি এম এম জাহাঙ্গীর, শরীয়তপুর সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা, শরীয়তপুর জেলা পূঁজা উদযাপন কমিটির সভাপতি অ্যাডভোকেট অমিত ঘটক চৌধুরী, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সামিনা ইয়াসমিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম সরকার প্রমুখ। এছাড়া আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মহিলা লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাসহ সাংস্কৃতিক ঐক্য পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা সরকার কর্তৃক কোটা সংস্কার আন্দোলনকারীদের যৌক্তিক দাবি পূরণের পরেও দেশে স্বাধীনতা বিরোধী বিএনপি ও জামায়াতের নাশকতামূলক দেশ বিরোধী চক্রান্তের প্রতিবাদে এবং প্রতিহত করতে স্বাধীনতার পক্ষের শক্তিকে স্বোচ্চার হওয়ার আহ্বান জানান। চক্রান্তকারীরা যেভাবে গুজব ছড়িয়ে দেশের সম্পদ ধ্বংস করছে, তা প্রতিহত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করারও আহ্বান জানান।
"