প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ০৪ আগস্ট, ২০২৪

নোয়াখালীতে বাসচাপায় মা ছেলেসহ নিহত ৩

নোয়াখালীর বেগমগঞ্জে বেপরোয়া গতির বাসচাপায় সিএনজি আরোহী মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এছাড়া লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় সড়ক দুর্ঘটনায় হাসিবা নামে এক শিশু নিহত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর-

নোয়াখালী : জেলার বেগমগঞ্জে বেপরোয়া বাসচাপায় সিএনজি আরোহী মা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। বেপরোয়া গতির গাড়িটি ছিল স্টার লাইনের। একই পরিবারের তিনজনের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায় নেমে এসেছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় বেগমগঞ্জ টু ফেনী আঞ্চলিক মহাসড়কের দুর্গাপুর ইউনিয়নের দোকানঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- দুর্গাপুর ইউনিয়নের ছাদু বেপারী বাড়ির সিএনজিচালক জসিম উদ্দিন (৫৫) ও তার মা তাহেরা বেগম (৭৫) এবং তার জ্যাঠাতো ভাই সলিমুল্লার স্ত্রী কহিনুর বেগম (৪৫)। স্থানীয় বাসিন্দা সবুজ জানান, সকালে পাশের জেলা ফেনী থেকে স্টার লাইন পরিবহনের একটি বাস লক্ষ্মীপুরের উদ্দেশে ছেড়ে আসে। যাত্রাপথে বাসটি বেগমগঞ্জ টু ফেনী আঞ্চলিক মহাসড়কের দুর্গাপুর ইউনিয়নের দোকানঘর এলাকায় পৌঁছলে সড়কের একপাশ সরু থাকায় বাসটি উল্টো পথে ঢুকে পড়ে। ওই সময় সিএনজিচালিত অটোরিকশাকে সামনে থেকে চাপা দেয় স্টার লাইন বাস। সিএনজিটি দুমড়েমুচড়ে বাসের নিচে চলে যায়। তাৎক্ষণিক ঘটনাস্থলেই সিএনজিচালক, মা-ছেলেসহ এক গৃহিণী ঘটনাস্থলেই মারা যান।

বাসের যাত্রী মোমিত জানান, বাসটি মাত্র ৯ মিনিটে দাগনভূঞা থেকে বেগমগঞ্জের দোকানঘর আসে। চালক শুরু থেকেই খুব বেপরোয়া গতিতে বাস চালায়। বাসে থাকা একাধিক যাত্রী চালককে আস্তে গাড়ি চালাতে বললেও তিনি কারো কথায় কর্ণপাত করেননি। স্থানীয়রা জানান, সিএনজিচালক জসিম তার মা ও জ্যাঠাতো ভাইয়ের স্ত্রীসহ বাড়ি থেকে ভাত নিয়ে এক আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। এ সময় তারা দুর্ঘটনার কবলে পড়ে একই পরিবারের তিনজন মারা যান। বেগমগঞ্জ টু ফেনী আঞ্চলিক মহাসড়কের দুর্গাপুর ইউনিয়নের দোকানঘর এলাকার রাস্তা একপাশে সরু থাকায় প্রায় গাড়ি এখানে উল্টো পথে ঢুকে রাস্তা পার হয়। এজন্য এ স্থানে প্রায় দুর্ঘটনা ঘটে। চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি রুহুল আমিন বলেন, ঘটনার পরপরই বাসচালক পালিয়ে যান। তবে এ ঘটনায় নিয়মিত মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে পুলিশ বাস ও সিএনজি জব্দ করে থানায় নিয়ে আসে।

লালমনিরহাট : জেলার হাতীবান্ধা উপজেলায় সড়ক দুর্ঘটনায় হাসিবা নামে ২ বছরের এক শিশু নিহত হয়েছে। গত শুক্রবার রাতে উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নের শিমুলতলা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত হাসিবা গোতামারী ইউনিয়নের হাফিজুল ইসলামের বলে জানা গেছে। হাতীবান্ধা থানার ওসি তদন্ত নির্মল চন্দ্র মোহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশু হাসিবা পারুলিয়া ইউনিয়নে অবস্থিত নানাবাড়িতে বেড়াতে এসে অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাকে চিকিৎসার জন্য পারুলিয়া বাজারে পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যান। ডাক্তার দেখিয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় করে বাড়ি ফেরার পথে শিমুলতলায় ওই অটোরিকশার চাকার টায়ার পাংচার হয়। ফলে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় স্থানীয়রা তাকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close