চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রামে শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলা
এমপি বাচ্চুর অফিসে আগুন পুলিশ বক্স ভাঙচুর।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট এলাকায় পৌঁছালে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের চশমা হিলের বাসায় হামলা চালানো হয়েছে। ছাত্র আন্দোলনের মিছিল থেকে একটি অংশ মেয়র গলির দিকে অগ্রসর হয়। এরপরই চশমা হিলের শিক্ষামন্ত্রীর বাসায় হামলা চালানো হয়। চট্টগ্রামে মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউর করিম চৌধুরীর বাসভবনে হামলা হয়েছে। নগরীর বহদ্দারহাটে সন্ধ্যা ৭টার দিকে দুর্বৃত্তরা এ হামলা চালায় বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৩টা থেকে নগরের নিউমার্কেট মোড়ে ২ ঘণ্টা অবস্থানের পর বিকেল ৫টার কিছু সময় পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল টাইগারপাসের দিকে অগ্রসর হয়। মিছিল থেকে টাইগারপাসে পুলিশ বক্সে ভাঙচুর চালানো হয়। পরে মিছিল নিয়ে লালখানবাজার হয়ে ওয়াসার দিকে অগ্রসর হন। যেতে যেতে ফ্লাইওভাবের দেয়ালে, পিলারে, দোকানের সাটারে লাল কোলো রঙে নানা স্লোগান লিখে দেন। এরপর আন্দোলনকারীরা অগ্রসর হয়ে ওয়াসা এলাকায় স্থানীয় সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চুর অফিসে আগুন দেন। অফিসটি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় তিনি নিজের প্রধান নির্বাচনী ক্যাম্প হিসেবে ব্যবহার করেছিলেন। এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল কর্মসূচি ঘিরে পুলিশের কোনো উপস্থিতি লক্ষ করা যায়নি। এ বিষয়ে নগর পুলিশের তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজকে ফোন করা হলে তিনি সাড়া দেননি।
"