প্রতিদিনের সংবাদ ডেস্ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ গাজীপুরে নিহত ১
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গতকাল শনিবার সংগঠনটির নির্ধারিত কর্মসূচি চলাকালে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা বাহিনী টিয়ার শেল, লাঠিচার্জ ও গুলি এবং আন্দোলনকারীদের ইটপাটকেল নিক্ষেপ চলে। পুলিশের গুলিতে গাজীপুরের শ্রীপুরে একজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছে অনেকে। প্রতিনিধিদের পাঠানো খবর-
চট্টগ্রাম : চট্টগ্রামে নতুন সমন্বয়ক টিম ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ১৫৮ জনের এ টিমে সমন্বয়ক হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রয়েছেন রাসেল আহমেদ এবং সহ-সমন্বয়ক হিসেবে খান তালাত মাহমুদ রাফি। গতকাল শনিবার সকালে সংগঠন কর্তৃক পরিচালিত ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ নামের অফিশিয়াল টেলিগ্রাম গ্রুপে নতুন সমন্বয়ক রিফাত রশিদ এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেন। এদিকে, চট্টগ্রাম নগরীর নিউমার্কেট মোড়ে পূর্বঘোষিত ‘বিক্ষোভ কর্মসূচি’ পালন করতে অবস্থান নেন বৈষম্যবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা।
কুমিল্লা : কুমিল্লায় বিক্ষোভে মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় অন্তত ২০ শিক্ষার্থী আহত হয়েছেন। এদের মধ্যে ৬ জন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের নামণ্ডপরিচয় পাওয়া যায়নি। অন্যদিকে চান্দিনায় এসি ল্যান্ডের গাড়িতে আগুন দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। খুলনায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও বিজিবির সংঘর্ষ হয়। এতে বহু শিক্ষার্থী আহত হয়।
জাবি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আরিফ সোহেলের মুক্তিসহ ৯ দফা দাবিতে আবারও ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষক-শিক্ষার্থীরা। দুপুর ২টা পর্যন্ত এ অবরোধ কর্মসূচি চলে।
ধামরাই : ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে ছাত্রছাত্রীদের বিক্ষোভ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন ধামরাইয়ের বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। এতে মহাসড়কের উভয় লেনে অন্তত পাঁচ কিলোমিটার যানজট সৃষ্টি হয়।
ইবি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের নিপীড়ন ও বৈষম্যবিরোধী সচেতন শিক্ষক সমাজের ব্যানারে বেলা সাড়ে ১১টায় মাথায় লাল কাপড় বেঁধে একত্রিত হয়ে রাজপথে নামেন শিক্ষকরা। এ সময় সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেন, ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান আশ্রাফী, অধ্যাপক ড. মোহা. তোজাম্মেল হোসেন, অধ্যাপক ড. রফিকুল ইসলাম, জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ বি এম জাকির হোসেনসহ প্রায় অর্ধশত শিক্ষকের অংশগ্রহণে একটি র্যালি প্রশাসন ভবনের সামনে থেকে শুরু হয়।
রংপুর : আবু সাঈদসহ নিহত সব হত্যার সুষ্ঠু বিচার এবং ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ ও দ্রোহযাত্রা করছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরর মেডিকেল, কলেজ ও স্কুলের শিক্ষার্থীরা। তাদের মধ্যে নারী শিক্ষার্থীদের সংখ্যাই বেশি। বেলা ১১টায় শুরু হওয়া দ্রোহযাত্রা সন্ধ্যা ৬টা এ রিপোর্ট লেখা পর্যন্ত চলমান ছিল।
ফুলবাড়ী (দিনাজপুর) : জেলার ফুলবাড়ীসহ আশপাশের উপজেলার নানা শ্রেণি-পেশার মানুষ শনিবার সকাল ১০টায় নিমতলা মোড় থেকে লাল ফিতা পরে বৃষ্টি উপেক্ষা করে রাস্তায় বিক্ষোভ মিছিল বের করেন।
নলসিটি (বরিশাল) : বরিশালে বেলা ১১টায় থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলে বরিশাল বিশ্ববিদ্যালয়, সরকারি বিএম কলেজ, মহিলা কলেজ, সরকারি বরিশাল কলেজ, সরকারি হাতেম আলী কলেজ, শেরেবাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থী অংশ নেন। বৃষ্টি উপেক্ষা করেই নগরীর নথুল্লাবাদ এলাকায় অবস্থান নিয়ে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। পুলিশের ব্যাপক উপস্থিতি থাকলেও মিছিলে বাধা দিতে দেখা যায়নি।
চাঁদপুর : বৃষ্টি উপেক্ষা করে চাঁদপুর শহরে লাঠিসোঁটা হাতে নিয়ে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত শিক্ষার্থীরা শহরের বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল শুরু করে স্টেডিয়াম রোড, মিশন রোড, শহীদ মুক্তিযোদ্ধা সড়ক, হাজী মহসীন রোড ও আবদুল করিম পাটওয়ারী সড়ক হয়ে পুনরায় একই স্থানে এসে শেষ করে।
হাজীগঞ্জ (চাঁদপুর) : চাঁদপুরের হাজীগঞ্জে বৃষ্টি উপেক্ষা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে লাঠিসোঁটা হাতে নিয়ে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। শনিবার দুপুর সাড়ে ১২টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত হাজীগঞ্জ পূর্ববাজার হাজীগঞ্জ সেতুর পশ্চিম পাড়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে।
দুমকি (পটুয়াখালী) : দুমকির শেখ হাসিনা ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা ঢাকা পটুয়াখালী মহাসড়কে আধা ঘণ্টা বিক্ষোভ করে। বিক্ষোভে দুমকির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
ফরিদপুর : ফরিদপুরে দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের ক্যাম্পাসে শিক্ষার্থীরা জড়ো হয়। সেখানে আরো কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যোগ দেয়। পরে একটি বিক্ষোভ মিছিল ঢাকা-বরিশাল মহাসড়ক দিয়ে শহরের ভাঙ্গা রাস্তার মোড়ে যাওয়া চেষ্টা করে। এ সময় পুলিশ তাদের বাধা দিলে শুরু হয় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
শাহজাদপুর (সিরাজগঞ্জ) : সিরাজগঞ্জের শাহজাদপুরে সকালে শহরের করতোয়া ব্রিজ থেকে শিক্ষার্থীরা মিছিল বের করে। বিশাল মিছিলটি শাহজাদপুর প্রেস ক্লাবের সামনে এসে এক সমাবেশে মিলিত হয়। সেখানে বক্তব্য দেন ছাত্র সমন্বয়ক আবদুল্লাহ আল সাফায়েত আদীপ, রাতুল, আতিক, পপি তৃষা প্রমুখ।
গোয়ালন্দ (রাজবাড়ী) : রাজবাড়ীর গোয়ালন্দের শিক্ষার্থীরা গতকাল দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিক্ষোভ করে। সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ থেকে আড়াইটায় বিভিন্ন স্লোগানসহ প্লাকার্ড, ফেস্টুন হাতে নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ঢাকা-খুলনা মহাসড়ক হয়ে গোয়ালন্দ উপজেলা পরিষদ চত্বরের সামনে মোড় নিয়ে গোয়ালন্দ বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার ওপর কিছুক্ষণ অবস্থান নেন।
গাইবান্ধা : গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সংহতি সমাবেশ হয়েছে। বিক্ষোভ মিছিলটি শহরের ১নং ট্রাফিক মোড় থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। গাইবান্ধা নিপীড়নবিরোধী নাগরিক সমাজ এই সংহতি সমাবেশের আয়োজন করে। গাইবান্ধা জেলা শহরের ডিবি রোড গানাসাস মার্কেটের সামনে অনুষ্ঠিত সমাবেশে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, পেশাজীবীসহ সব শ্রেণির মানুষ অংশ নেয়।
নরসিংদী : বিক্ষোভ মিছিল করেছেন নরসিংদীর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষকরা। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বিক্ষোভ মিছিলটি শেখ রাসেল পৌর মাঠ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নরসিংদী সরকারি কলেজের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে বক্তব্য দেন শিক্ষকরা। এ সময় নরসিংদী সরকারি কলেজ, বিজ্ঞান কলেজ, ন্যাশনাল কলেজ অব এডুকেশন, পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজ, নরসিংদী মডেল কলেজ, স্কলাস্টিকা মডেল কলেজ, ব্রাহ্মন্দী বালিকা বিদ্যানিকেতনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অন্তত দুই শতাধিক শিক্ষক বিক্ষোভে অংশ নেন।
মাধবদী (নরসিংদী) : নরসিংদীর মাধবদীতে দুপুর সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদী পুরোনো বাসস্ট্যান্ডে রাস্তায় বেরিকেড দিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করে। ঘটনাস্থলে কোনে পুলিশের উপস্থিতি দেখা যায়নি।
জয়পুরহাট : বেলা ১১টা থেকে বিকেল ৩টা পযন্ত জয়পুরহাট শহরের বাটার মোড় এলাকার সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। উপজেলার বিভিন্ন এলাকা থেকে শিক্ষার্থীরা সেখানে একত্রিত হয়ে বিক্ষোভ শুরু করে। এ সময় বেশ কয়েকজন শিক্ষক ও অভিভাবক তাদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। এ সময় জয়পুরহাট বগুড়া মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।
মাধবপুর (হবিগঞ্জ) : হবিগঞ্জের মাধবপুরের মনতলা শাহজালাল সরকারি কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভসহ অবস্থান কর্মসূচি পালন করেছেন। বেলা ১১টার কলেজ গেটের সামনে জড়ো হয়ে মনতলা বাজারে বিক্ষোভ শেষে কলেজ শহীদ মিনারের এই অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
কুষ্টিয়া : কুষ্টিয়ায় দুপুর ১২টার দিকে শত শত শিক্ষার্থী বিক্ষোভ মিছিলে করে। শিক্ষার্থীরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সামনে থেকে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল নিয়ে সাদ্দাম বাজার হয়ে চৌড়হাস মোড়ে যায়। সেখানে থেকে তাদের সঙ্গে যুক্ত হন কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিনের নেতৃত্বে আরো শতাধিক নেতাকর্মী।
মির্জাপুর (টাঙ্গাইল) : টাঙ্গাইলের মির্জাপুরে বেলা ১১টার দিকে একটি বিক্ষোভ মিছিল হয়। মিছিলটি মির্জাপুর বাজার এলাকার কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে কিছুক্ষণ ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও যমুনা সেতু- জয়দেবপুর রেল সড়কের ওপর অবস্থান নেন।
পটুয়াখালী : ঢাকা-পটুয়াখালী-বরিশাল মহাসড়কে লেবুখালী ব্রিজের উত্তর পাড়ে আধা ঘণ্টা বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।
রাজারহাট (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের রাজারহাটে দুপুরে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের সিঙ্গেরডাবরী হাটে নানা বয়সের স্কুল-কলেজপড়ুয়া কয়েকশ ছাত্র বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিক্ষোভ মিছিল করেন। এ সময় মিছিলে বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।
কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহ কালীগঞ্জে বেলা সাড়ে ১১টার দিকে আন্দোলনকারীরা শহরের মেইন বাসস্ট্যান্ড থেকে এক বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেইন বাসস্ট্যান্ডের ট্রাফিক চত্বরে এসে সমাবেশ করেন।
কালিয়াকৈর সদর (গাজীপুর) : গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। শনিবার বেলা ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে। চন্দ্রা ত্রীমোড়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপস্থিতির একপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়।
শ্রীপুর (গাজীপুর) : গাজীপুরের শ্রীপুরে উত্তেজিত জনতা দুটি পুলিশ বক্স ও পুলিশের তিনটি গাড়ি ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ ও গুলি করে। এতে এজনের মৃত্যুও খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বেলা ১১টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনায় চৌরাস্তা এলাকায়। পুলিশ রাবার বুলেট ও টিয়ারসেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় আহত হন প্রায় অর্ধশতাধিক।
রৌমারী (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের রৌমারীতে দুপুর ১টার দিকে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ও ছুটিতে থাকা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মাথায় লাল ফিতা বেঁধে রৌমারী সরকারি কলেজ মোড়ে জমায়েত হন। পরে সেখান থেকে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা মোড় ও শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা গেট-সংলগ্ন রৌমারী টু ঢাকা মহাসড়কে জমায়েত হন। দেড় ঘণ্টা বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিন সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
রানীশংকৈল (ঠাকুরগাঁও) : ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় দুপুরে বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। উপজেলা রশিব দীঘি তিন রাস্তা মোড়ে জড়ো হন শিক্ষার্থীরা।
শরীয়তপুর : শরীয়তপুরের জেডএইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করতে জড়ো হলে ছাত্রলীগের ধাওয়ায় বিক্ষোভ মিছিলটি প- হয়ে যায়। বেলা ১১টায় শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার জেডএইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনের থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। শিক্ষকরাও মিছিলে যোগ দেন।
সিংগাইর (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চারিগ্রাম শাহাদৎ আলী খান উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি মিছিল বের করেন। বেলা ১১টার দিকে চারিগ্রাম চৌরাস্তা থেকে মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চারিগ্রাম উচ্চবিদ্যালয়ের মাঠে শেষ হয়। এ মিছিলে প্রায় দুই শতাধিক শিক্ষার্থীরা অংশ নেন।
ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়েও বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীরা দুপুর ১২টা সময় শহরের সরকারি বালক উচ্চবিদ্যালয় (বড় মাঠ) থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পুরাতন বাস্ট্যান্ড গোল চত্বরে সড়কে গিয়ে অবস্থান নেন। এ সময় বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচিতে বিভিন্ন বিদ্যালয়, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক এবং বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মী-সদস্যরা অংশ নেন।
সিলেট : সিলেটে হাজারো ছাত্রজনতার বিক্ষোভ মিছিল চলে। দুপুর ১টার দিকে সিলেট নগরের চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সড়কে সমবেত হন বিভিন্ন এলাকা থেকে আসা বিক্ষোভকারীরা। হাজারো মানুষের স্লোগানে মুখরিত হয় সিলেট। শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই বিক্ষোভে অংশ নেন। সিলেট মহানগরের চৌহাট্টায় আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে পুলিশের দিকে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করলে পুলিশ পাল্টা ব্যবস্থা নেয়। শনিবার বিকেল ৫টার দিকে এ ঘটনা হয়। এ সময় আন্দোলনে থাকা ছাত্রজনতা ছত্রভঙ্গ হয়ে পড়ে।
চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন সাধারণ শিক্ষার্থীরা। তাদের পাশাপাশি অনেক অভিভাবককেও বিক্ষোভে দেয়। মিছিল স্লোগানে উত্তাল হয়ে ওঠে চাঁপাইনবাবগঞ্জ শহর। শহরের বাতেন খাঁর মোড়ে জড়ো কয়েক মিনিটের মধ্যে হাজারো শিক্ষার্থী জড়ো হন। আধা ঘণ্টার ব্যবধানে জনস্রোতে রূপ নেয় মিছিলটি। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্বরোড মোড় অবরোধ করে প্রতিবাদ সমাবেশ করে।
হাটহাজারী (চট্টগ্রাম) : চট্টগ্রামের হাটহাজারীতে স্কুল, কলেজ ও মাদরাসা শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। বিকেল সাড়ে ৫টার দিকে দারুল উলুম মঈনুল ইসলাম প্রকাশ হাটহাজারী বড় মাদরাসার সামনে চট্টগ্রাম খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের ওপর তারা এ বিক্ষোভ সমাবেশ করেন।
রাজবাড়ী : রাজবাড়ীতে বিকেলে শিক্ষার্থীদের বিক্ষোভে শামিল হন অভিভাবক, শিক্ষক, আইনজীবীরা। শহরের বড়পুুল এলাকায় আন্দোলনকারীরা জড়ো হন। কয়েকশ শিক্ষার্থী মিছিল সহকারে শহরের পান্না চত্বরে যায়। সেখানে রাস্তা অবরোধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকে।
বদলগাছী (নওগাঁ): নওগাঁয় শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগ ও পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাংবাদিক, পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। দুপুর সাড়ে ১২টার দিকে শহরের সরিষাহাটির মোড় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নোয়াখালী : নোয়াখালীতে বিক্ষোভ মিছিল থেকে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ-ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে এ সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শনিবার বিকেল পৌনে ৫টার দিকে এই অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে।
"