আমতলী (বরগুনা) প্রতিনিধি
বেড়িবাঁধ কাটলেন প্রভাবশালী ঝুঁকিতে দুই শতাধিক পরিবার
বরগুনার আমতলীতে বন্যা-জলোচ্ছ্বাস থেকে রক্ষার জন্য নির্মিত পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ কেটে দিয়েছে সাবেক এক ইউপি সদস্য। এতে চরম ঝুঁকির মধ্যে পড়েছে দুই শতাধিক পরিবার। গতকাল শুক্রবার সকালে উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর রাওঘা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, হলদিয়া ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. সিদ্দিকুর রহমানের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন লোক গতকাল সকাল থেকে এ বেড়িবাঁধ কাটা শুরু করে। পরে দুপুর ১টায় শেষ করে।
স্থানীয় ইউছুফ প্যাদা বলেন, সিদ্দিক মেম্বর গায়ের জোরে আমার বাড়ির পাশে দিয়ে সরকারি বেড়িবাঁধ কেটে দিয়েছে। এতে আমার বাড়িঘর, মুরগির খামার জোয়ারের পানিতে তলিয়ে গেছে। এই বাঁধ কাটায় উত্তর রাওঘার দুই শতাধিক পরিবার নদীর জেয়ারের পানি ও জলোচ্ছ্বাস তলিয়ে যাবে। আমাদের বাঁচার কোনো উপায় থাকবে না। ইউছুফ প্যাদা আরো বলেন, বাঁধ কাটতে বাধা দেওয়ায় সিদ্দিক মেম্বর আমাকে ও আমার পরিবারের সদস্যদের বিভিন্নভাবে হুমকি-ধমকি দিচ্ছে। আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি।
জানতে চাইলে সাবেক ইউপি সদস্য সিদ্দিকুর রহমান বলেন, বর্ষায় আমাদের বীজতলা তলিয়ে গেছে। তাই বেড়িবাঁধ কেটে দিয়েছি। বর্তমান ইউপি সদস্য মো. মতিয়ার রহমান বলেন, যে কেউ ইচ্ছা করলেই সরকারি বেড়িবাঁধ কাটতে পারে না। আমি বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে জানিয়েছি। পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মো. নাজমুল হাসান বলেন, সরেজমিন তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হলদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আসাদুজ্জামান মিন্টু মল্লিক বলেন, সরকারি বেড়িবাঁধ সরকারের অনুমতি ব্যতীত কেউ কাটতে পারে না। কেউ বেড়িবাঁধ কাটলে তা অবৈধভাবে কাটছে। এতে ওই গ্রামের শত শত মানুষ বন্যা-জলোচ্ছ্বাসের ঝুঁকির মধ্যে পড়ে যাবে। আমতলী উপজেলার সহকারী কমিশনার ভূমি তারেক হাসান বলেন, সরকারি বেড়িবাঁধ কেউ কাটলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
"