নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে ছয়জনের মৃত্যু
নরসিংদীর রায়পুরা উপজেলায় পাঁচজনের ছিন্নভিন্ন লাশ উদ্ধারের সময় ট্রেনে কাটা পড়ে আরো একজনের মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৩০ বছর। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলার মেথিকান্দা রেলস্টেশনসংলগ্ন শ্রীরামপুর রেলগেট এলাকায় ঢাকাগামী আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এ দুর্ঘটনা ঘটে। এর আগে গতকাল সোমবার ভোরে রায়পুরার মেথিকান্দা রেলওয়ে স্টেশনসংলগ্ন কমলপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে পাঁচজন নিহত হন। তাৎক্ষণিকভাবে নিহত ওই ব্যক্তির নামণ্ডপরিচয় জানা যায়নি। তবে নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৩০ বছরের কাছাকাছি হতে পারে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ। তার পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে।
রেলওয়ে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেনটি বেলা সাড়ে ১১টায় শ্রীরামপুর রেলগেট এলাকা অতিক্রম করছিল। এ সময় ওই ব্যক্তি রেললাইনে বসে ছিলেন।
কাছাকাছি এসে কয়েকবার হুইসেল দেয় ট্রেনটি। কিন্তু ওই ব্যক্তি রেললাইন থেকে না সরে শুয়ে পড়েন। পরে ট্রেনে কাটা পড়ে তার শরীর ছিন্নভিন্ন হয়ে যায়। খবর পেয়ে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। পরে লাশটি নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ বিষয়ে নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মো. শহীদুল্লাহ জানান, ট্রেনে কাটা পড়ে নিহত পাঁচজনের লাশ উদ্ধারের প্রক্রিয়ার মধ্যেই এক কিলোমিটার দূরে ট্রেনে কাটা পড়েন ওই ব্যক্তি। স্থানীয় বাসিন্দারা বলেছেন, তিনি আত্মহত্যা করার জন্য রেললাইনে বসে ছিলেন।
এর আগে গতকাল সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে রায়পুরার মেথিকান্দা রেলওয়ে স্টেশনসংলগ্ন কমলপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে পাঁচজন নিহত হন। পরে ১৫ গজ দূরত্বের মধ্যে ছড়িয়ে-ছিটিয়ে থাকা তাদের লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। নিহত ব্যক্তিদের নামণ্ডপরিচয় এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা মেইল ট্রেনের ছাদ থেকে পড়ে অথবা রেললাইনে বসে থাকা অবস্থায় ওই দুর্ঘটনা ঘটতে পারে পারে। ওই পাঁচজনের আনুমানিক বয়স ১৮ থেকে ২৫-এর মধ্যে।
"