প্রতিদিনের সংবাদ ডেস্ক
সড়কে নিহত ৩
কিশোরগঞ্জের হোসেনপুরে ট্রলিচাপায় শিশু, জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল এক আরোহী এবং বাগেরহাটের শরণখোলায় একটি ইজিবাইককে ওভারটেক করতে গিয়ে আরেক ইজিবাইকের ধাক্কায় এক বয়স্ক মানুষ নিহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর-
হোসেনপুর (কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জের হোসেনপুরে ইটবাহী একটি ট্রলিচাপায় ঘটনাস্থলেই তুহিন মিয়া (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রবিবার বেলা ১১টায় পৌর এলাকার ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু তুহিন পার্শ¦বর্তী গফরগাঁও উপজেলার গাভীশিমুল উপজেলার নিধার হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, তুহিনের খালা হোসেনপুর ব্র্যাক অফিসে বাবুর্চির চাকরি করেন। এদিন সকালে শিশু তুহিন মায়ের সঙ্গে তার খালার সঙ্গে দেখা করতে আসে। ব্র্যাক অফিস থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
পাঁচবিবি (জয়পুরহাট) : জয়পুরহাটের পাঁচবিবিতে মেসি ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে মোস্তাকিম (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। মোস্তাকিম উপজেলার বালিঘাটা ইউনিয়নের পাটাবুকা গ্রামের রুহুল আমিনের ছেলে। রবিবার সকাল ৮টায় হিলি-জয়পুরহাট সড়কের টিঅ্যান্ডটিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বাগেরহাট : বাগেরহাটের শরণখোলায় বোনের বাড়ি বেড়াতে এসে বেপরোয়া ইজিবাইকের ধাক্কায় প্রাণ হারালেন সুলতান খান (৭০) নামে এক বৃদ্ধ। রবিবার সকালে উপজেলার উত্তর কদমতলা মহিলা মাদরাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শরণখোলা থানার ওসি মো. কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত সুলতান খান বড়গুনা জেলার তালতলি উপজেলার নিদ্রা সকিনা গ্রামের বাসিন্দা। জানা গেছে, বেপরোয়া গতির দুটি ইজিবাইক একইদিকে যাচ্ছিল। এর একটি গাড়ি অপরটিকে ওভারটেক করতে গিয়ে সুলতান খাকে ধাক্কা দেয়। একে আহত হন সুলতান খান। হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান।
"