এম এ লিতু, কালীগঞ্জ (ঝিনাইদহ)

  ১৯ নভেম্বর, ২০২৩

নৌকা পেতে পাঁচ নেতার দৌড়ঝাঁপ

ঝিনাইদহ সদরের একাংশ ও কালীগঞ্জ উপজেলা নিয়ে ঝিনাইদহ-৪ আসন গঠিত। নির্বাচন সামনে রেখে এ আসনে আওয়ামী লীগ ও বিএনপি নির্বাচনের রাজনীতিতে উত্তাপ ছড়াচ্ছে। নৌকা পেতে অন্তত পাঁচজন মনোনয়নপ্রত্যাশী দৌড়ঝাঁপ শুরু করেছেন।

এ আসনটিতে আওয়ামী লীগ মনোনীত বর্তমান সংসদ সদস্য আনোয়ারুল আজিম (আনার) পর পর দুবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এ উপজেলায় চলতি বছরের জুন মাসে কেন্দ্রীয় আওয়ামী লীগ ১০ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করে, যেখানে প্রায়ত সংসদ সদস্য আবদুল মান্নান সমর্থিত আইয়ুব হোসেন খানকে সাধারণ সম্পাদক করা হয়। এরপরই কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ প্রকাশ্যে গ্রুপিংয়ে জড়িয়ে পড়ে। চলতে থাকে পাল্টাপাল্টি কর্মসূচি পালন।

খোঁজ নিয়ে জানা গেছে, একাধিক প্রার্থী এবার উপজেলাটিতে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী। তারা নৌকার মনোনয়ন পেতে কেন্দ্রে দৌড়ঝাঁপ শুরু করেছেন। এরই মধ্যে বর্তমান সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইয়ুব হোসেন খান, আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার আনোয়ার সাগর, সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বিজু ও প্রায়ত সংসদ সদস্য আবদুল মান্নানের স্ত্রী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শামীম আরা মান্নান মনোয়ন চাইবেন বলে জানা গেছে।

দলীয় কোন্দল ও মনোনয়নপ্রত্যাশীর ব্যাপারে সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজু জানান, বড় দলে গ্রুপিং থাকবেই। তবে দিনশেষে দেশরত্ন শেখ হাসিনার সিদ্ধান্তই চূড়ান্ত। নেত্রী চাইলে আমি মনোনয়ন পাব। এটা বিশ্বাস করি।

তৃণমূল কর্মীদের সঙ্গে সম্পৃক্ত আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার আনোয়ার পারভেজ সাগর জানান, আওয়ামী লীগ একটি সর্ববৃহৎ সংগঠন। তাই এখানে গ্রুপিং স্বাভাবিক। তবে আমি মনোনয়নের ব্যাপারে শতভাগ আশাবাদী।

এরই মধ্যে প্রায় ২০ জন সমর্থক নিয়ে গত শুক্রবার (১৭ নভেম্বর) মনোনয়নপত্র সংগ্রহ করতে ঢাকার উদ্দেশে কালীগঞ্জ শহর ছেড়েছেন শামীম আরা মান্নান। এ প্রতিবেদন লেখার সময় মনোয়নপত্র কেনার প্রস্তুতি নিয়ে ঢাকার উদ্দেশে কালীগঞ্জ ত্যাগ করেছেন উপজেলার সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজু। তিনি মুঠোফোনে জানান, আমি আগামীকাল মনোনয়নপত্র সংগ্রহ করব। নেত্রী আমাকেই মনোনয়ন দেবেন বলে আমি বিশ্বাস করি। আমি জনগণের সেবা করতে প্রস্তুত।

জানা গেছে, তৃণমূল কর্মীদের সঙ্গে সম্পৃক্ত আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার আনোয়ার পারভেজ সাগর মনোনয়ন ফরম সংগ্রহের জন্য বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। তিনি প্রতিবেদককে মুঠোফোনে জানান, আমি নৌকা প্রতীকের ব্যাপারে শতভাগ আশাবাদী।

নির্বাচন কমিশন সূত্র মতে, ২ লাখ ৮১ হাজার ৬২১ জন ভোটারের এ আসনে পুরুষ ভোটার ১ লাখ ৪১ হাজার ৭৭৫ জন এবং নারী ভোটার ১ লাখ ৩৯ হাজার ৮৪৬ জন। এক সময়ের বিএনপি দুর্গ খ্যাত আসনটি এখন পুরোপুরি ক্ষমতাসীন আওয়ামী লীগের দখলে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close