শামীম রেজা ডাফরুল, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা)

  ১৮ নভেম্বর, ২০২৩

কে হচ্ছেন নৌকার প্রার্থী

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনে নৌকার প্রার্থী হচ্ছেন কে? এ নিয়ে দলীয় নেতাকর্মীসহ সাধারণ ভোটারদের মধ্যে চলছে ব্যাপক আলোচনা। হাট-বাজার, চায়ের স্টলসহ সর্বত্রই এখন একই আলোচনা গোবিন্দগঞ্জের এ আসনে কে হচ্ছেন নৌকার প্রার্থী। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকার প্রার্থী হতে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনী আগাম প্রচার ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। সে সঙ্গে সড়কের পাশে, হাট-বাজারে ও জনসমাগম স্থানে রঙিন ব্যানার, ফেস্টুন, পোস্টার টাঙিয়ে নিজের প্রার্থিতা জানান দিচ্ছে তারা। দলীয় মনোনয়ন পেতেও সম্ভাব্য প্রার্থীরা কেন্দ্রীয় পর্যায়ে জোর লবিং চালিয়ে যাচ্ছেন।

গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জের গুরুত্বপূর্র্ণ এ আসনে নৌকার প্রার্থী হতে ৭ নেতা অনেক আগ থেকেই প্রচার-প্রচারণা, গ্রাম-গঞ্জে গণসংযোগ ও কেন্দ্রীয় পর্যায়ে জোর লবিং চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে। এরা হলেন- বর্তমান সংসদ সদস্য প্রকৌশলী বীর মুক্তিযোদ্ধা মনোয়ার হোসেন চৌধুরী, সাবেক সংসদ সদস্য গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ, গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সদস্য, গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল লতিফ প্রধান, গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও গোবিন্দগঞ্জ পৌরসভার তিন বারের সাবেক মেয়র আতাউর রহমান সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী প্রধান বাদু, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি, হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী ড. ইবনে আজিজ মো. নুরুল হুদা ফরহাদ ও ঢাকা বিদুৎবিতরণ কর্তৃপক্ষের অবসরপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. শাহজাহান সিরাজ। এক সময়ে জাতীয় পার্টির দুর্গ হিসেবে খ্যাত গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনটি গত ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী আবদুল মোত্তালিব আকন্দ ছিনিয়ে নেন। এরপর ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী বিএনপি-জামায়াত জোট প্রার্থী জামায়াতের গাইবান্ধা জেলা আমির ডা. আবদুর রহিমকে বিপুল ভোটে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদ সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৮ সালে নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী আবারও সংসদ সদস্য নির্বাচিত হন।

মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী, অধ্যক্ষ আবুল কালাম আজাদ, আবদুল লতিফ প্রধান, আতাউর রহমান সরকার, মোকাদ্দেস আলী প্রধান বাদু এ আসনে নৌকার প্রার্থী হতে মরিয়া হয়ে উঠেছেন। তারাই বেশির ভাগ সময় প্রতিটি ইউনিয়নের গ্রামে-গঞ্জে, হাট-বাজারে, মসজিদণ্ডমন্দিরে, খেলার মাঠে এবং বাড়ি বাড়ি ও প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা, সভা-সমাবেশ, উঠান বৈঠক করে মানুষের দোয়া চাইছেন। সে সঙ্গে তারা কেন্দ্রীয় পর্যায়েও জোর লবিং শুরু করেছেন। এ কারণে গোবিন্দগঞ্জ আসনে কে পাচ্ছেন নৌকার মনোনয়ন তা নিয়েই এলাকার চায়ের দোকান ও রাজনৈতিক আড্ডার স্থানগুলো সরগরম। চলছে পক্ষে-বিপক্ষে যুক্তি-তর্ক।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close