প্রতিদিনের সংবাদ ডেস্ক
হামাসের লড়াই নিজের দেশকে স্বাধীন করার
- ড. মাহাথির
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ বলেছেন, ৭০ বছর ধরে ইসরায়েলিরা ফিলিস্তিনিদের ওপর অত্যাচার চালাচ্ছে। তাদের জমি থেকে তাড়িয়ে দিয়ে নিজেরা বসতি গড়েছে। এ অবস্থায় ফিলিস্তিনিদের কীই-বা করার ছিল। এ কারণে ৭ অক্টোবরের হামলার মতো ঘটনা ঘটেছে। ইসরায়েলে হামাসের ওই হামলা কোনো সন্ত্রাস নয়, এটা স্রেফ নিজের দেশকে স্বাধীন করার জন্য লড়াই করা। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ড. মাহাথির এ মন্তব্য করেন।
মাহাথির মোহাম্মদের মতে, গাজায় ইসরায়েলের সামরিক হামলা পুরোপুরি একটি অসামঞ্জস্যপূর্ণ প্রতিক্রিয়া। হামাসের সঙ্গে আলোচনার মাধ্যমে এবং দ্বি-রাষ্ট্রীয় সমাধান অনুসরণের মাধ্যমে এ সংঘাত থামানো যেতে পারে। মালয়েশিয়ার দীর্ঘকালীন প্রধানমন্ত্রী বর্তমান সংকটকে ১৯৪৮ সালের নাকবার সঙ্গে তুলনা করে দাবি করেন, সে ঘটনায় ইসরায়েল রাষ্ট্রের সৃষ্টি হয়েছিল এবং লাখ লাখ ফিলিস্তিনিকে বাস্তুচ্যুত হয়েছিল, বর্তমান সংঘাত তার চেয়ে আরো ভয়ংকর। এবার তারা ফিলিস্তিনিদের পুরোপুরি নির্মূল করতে চায়।
প্রধানমন্ত্রী থাকাকালে বরাবরই ফিলিস্তিনের পক্ষে উচ্চকণ্ঠে কথা বলা ড. মাহাথির বলেন, বর্তমানে ইসরায়েল যা করছে, তা তো কোনো যুদ্ধ নয়, সহজভাষায় বলতে গেলে, এটি একটি মানসিক নিপীড়ন। কারণ এখন তো ইসরায়েলি সেনাদের অন্য কোনো সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করতে দেখা যাচ্ছে না। তারা শুধু নিরস্ত্র, সাধারণ মানুষকে হত্যা করছে। তাই এটি কোনো যুদ্ধ নয়, এটি একটি মানবিক বিপর্যয়। পশ্চিমা বিশ্ব দাবি করছে, হামাসের হামলা পর আত্মরক্ষার অধিকার থেকেই এ হামলা চালাচ্ছে। এর জবাবে ড. মাহাথির বলেন, আত্মরক্ষার অধিকার থাকতে পারে। কিন্তু নির্বিচারে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের হত্যা কোনো আত্মরক্ষা হতে পারে না।
ড. মাহাথির বলেন, তারা দাবি করছে, তাদের ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছে। কিন্তু এ পর্যন্ত তারা ১২ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। নিশ্চিতভাবেই এটি ইসরায়েলের মঙ্গল নিশ্চিত করার উপায় নয়। তিনি বলেন, ইসরায়েলিরা যা চায়, তা হলো ফিলিস্তিনিদের বিশ্ব থেকে সরিয়ে দেওয়া। তারা জার্মানির নাৎসিদের কাছ থেকে এটি শিখেছে। ইহুদি সমস্যার নাৎসি সমাধান ছিল সব ইহুদিকে হত্যা করা। এখন মনে হচ্ছে, ইসরায়েল সমস্যা সমাধানের জন্য সেই পন্থাই অবলম্বন করছে।
"