প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৭ নভেম্বর, ২০২৩

সড়কে ৬ মৃত্যু, বেশি ট্রাকে

হবিগঞ্জের মাধবপুর ও বিজয়নগর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন, কক্সবাজারের চকরিয়ায় চিকিৎসক, ফেনীতে গ্রামীণ ব্যাংক কর্মকর্তা, কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এছাড়া বান্দরবানে ট্রাক খাদে পড়ে একজন নিহত ও সাতজন আহত হয়েছেন। প্রতিনিধিদেও পাঠানো খবর :

বান্দরবান : বান্দরবানে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে পড়ে আহমদ রশিদ (৬০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ৭ জন। বৃহষ্পতিবার সকালে জেলা সদরের রেইছা মৃত্তিকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিক শহরের কালাঘাটা এলাকার আব্দুল হাকিমে ছেলে। জানা গেছে, সকালে একটি খালী ট্রাক বেপরোয়া গতিতে জেলা শহরে থেকে কেরানিহাটের দিকে যাচ্ছিল। ট্রাকটি রেইছার মৃত্তিকা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় ট্রাকে থাকা আহমদ রশিদ নামে এক শ্রমিক মারা যায়। আহত হয় ট্রাকে থাকা আরো ৭ শ্রমিক। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের লোকজন হতাহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যায়।

মাধবপুর (হবিগঞ্জ) : হবিগঞ্জের মাধবপুর ও বিজয়নগর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। মাধবপুরে ট্রাকচাপায় নবী মিয়া (৩০) নামের এক ট্রাক হেলপার ও বিজয়নগরে ট্রাকের ধাক্কায় আবদুল খালেক নামে এক অ্যাম্বুলেন্স চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর গ্লোবাল ফিলিং স্টেশনের কাছে নবী মিয়া এবং বিজয়নগর উপজেলার বীরপাশায় ট্রাকের ধাক্কায় আবদুল খালেক নামে অ্যাম্বুলেন্স চালক নিহত হন।

জানা গেছে, জগদীশপুর গ্লোবাল ফিলিং স্টেশনে থামে একটি ট্রাক। এ সময় হেলপার নবী মিয়া ট্রাকটির পেছনে দাঁড়ানো অবস্থায় অপর একটি ট্রাক তার পেছনে এসে থামে। নবী মিয়া তার ট্রাকের চালককে ট্রাকটি একটু সামনে নিতে বলে। চালক ভুল বুঝে পেছনে ব্যাক করলে নবী ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। ট্রাকের চালক সোহাগ মিয়া জানান, নিহত হেলপার কুমিল্লা জেলার কোতোয়ালি থানার খালিয়া জুড়ি গ্রামের ছেলে।

অপরদিকে, মাধবপুর সংলগ্ন বিজয়নগর উপজেলার বীরপাশা নামক স্থানে অপরদিকে, ট্রাকের ধাক্কায় আবদুল খালেক নামে এক অ্যাম্বুলেন্স চালক মারা গেছেন। সে শ্রীমঙ্গল মুসলিমবাগ এলাকার তাজুল ইসলামের ছেলে।

চকরিয়া (কক্সবাজার) : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পাগলিরবিল এলাকায় পিকআপ ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সড়ক দুর্ঘটনায় নিহত চিকিৎসকের নাম হাফেজ মাওলানা ডাক্তার সৈয়দুল উমাম চৌধুরী প্রকাশ ভুট্টো। তিনি লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের গোরস্থান চৌধুরী পাড়ার মৃত মোহাম্মদ শাহজাহান চৌধুরীর সন্তান।

ফেনী : ফেনীর দাগনভূঞায় মোটরসাইকেল ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে রিপন চন্দ্র নাথ (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রিপন চন্দ্র নাথের বাড়ি জামালপুর জেলায়। তিনি গ্রামীণ ব্যাংকের দাগনভূঞা শাখার এরিয়া ম্যানেজার। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের দাগনভূঞা উপজেলা গেট সংলগ্ন পাকিস্তান বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফেনী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল জানান, মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় রাস্তার পাশে থাকা একটি ট্রাকে সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলের চালক রাকিব (২৬) নিহত হয়েছেন। বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কোদালিয়ার চন্ডিপাশার চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাকিব চৌদ্দশত ইউনিয়নের জিনারাই শেরপুর গ্রামের মো. চাঁন মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাকিব দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি ট্রাকে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close