প্রতিদিনের সংবাদ ডেস্ক
জম্মু-কাশ্মীরে বাস খাদে পড়ে নিহত ৩৬
ভূস্বর্গখ্যাত ভারতের জম্মু-কাশ্মীরে বাস দুর্ঘটনায় অন্তত ৩৬ জন নিহত হয়েছেন। বুধবার (১৫ নভেম্বর) জম্মু-কাশ্মীরের ডোডা জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস গভীর খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। পাহাড়ি রাস্তা থেকে ৩০০ ফুট নিচে পড়ে গেছে বাসটি। খবর ইন্ডিয়ান টুডে।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, ৪০ জন যাত্রী নিয়ে বাসটি বাটোতে-কিশতওয়ার জাতীয় সড়ক দিয়ে যাচ্ছিল। ত্রংগাল-আসার এলাকায় একটি খাদের পাশ দিয়ে যাওয়ার সময় বাসের চাকা পেছলে যায়। চালক প্রাণপণ চেষ্টা চালিয়েও গাড়িটিকে রক্ষা করতে পারেননি। প্রায় ৩০০ ফুট গভীর খাদে পড়ে যায় বাসটি। খবর পেয়ে উদ্ধারকারী বাহিনী দ্রুত সেখানে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।
জম্মুর বিভাগীয় কমিশনার রমেশ কুমার জানান, দুর্ঘটনার পর এ পর্যন্ত ৩৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো উদ্ধার অভিযান চলছে। কয়েকজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। তাদের জেলা হাসপাতাল কিশতওয়ার এবং জিএমসি ডোডায় স্থানান্তরিত করা হয়েছে।
দুর্ঘটনার খবরে গভীর শোক প্রকাশ করেছেন জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিংহ। এক শোকবার্তায় তিনি বলেন, ডোডায় একটি মর্মান্তিক বাস দুর্ঘটনার খবর পেয়েছি। দুর্ঘটনায় শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। সেই সঙ্গে দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। ক্ষতিগ্রস্ত যাত্রীদের প্রয়োজনীয় সব সহায়তা দিতে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে।
কয়েক দিন আগেই কাশ্মীরের ডাল লেকে ভয়াবহ এক অগ্নিকাণ্ডে বেশকিছু বোটহাউস পুড়ে যায়। এতে দ্বগ্ধ হয়ে তিন বাংলাদেশি পর্যটক নিহত হন।
"