ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

  ০১ অক্টোবর, ২০২৩

কমিউনিটি ক্লিনিক করে শেখ হাসিনা প্রশংসিত হয়েছেন

- ধর্ম প্রতিমন্ত্রী

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল বলেছেন, কমিউনিটি ক্লিনিক স্থাপন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ-বিদেশে প্রশংসিত হয়েছেন, আর সেই কমিউনিটি ক্লিনিক বিএনপি সরকার বন্ধ করে দিয়েছিল। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে জামালপুরের ইসলামপুর উপজেলার পেচারচর এলাকায় ড. মোতাহার-দিলরোজ আক্তার কমিউনিটি ক্লিনিক উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরো বলেন, বর্তমান সরকার স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মানুষ এখন ঘরের কাছেই স্বাস্থ্যসেবা পাচ্ছে। তার বাস্তব উদাহরণ সারা দেশে কমিউনিটি ক্লিনিক স্থাপন। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় বসাতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

এ সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত যুগ্মসচিব ড. শহীদ মোতাহার হোসেন, জামালপুর সিভিল সার্জন ডা. গৌতম রায়, উপেজেলা আওয়ামী লীগের সহসভাপতি জামাল আবু নাছের চৌধুরী চার্লেস, আ. রাজ্জাক লাল মিয়া, ভাইস চেয়ারম্যান আবদুল খালেক আকন্দ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এ এম আবু তাহের উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক কৃষিবিদ মো. শফিকুর রহমান শিবলীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close