মানিকগঞ্জ প্রতিনিধি

  ০১ অক্টোবর, ২০২৩

৪ ধরনের ডেঙ্গুর টিকা উদ্ভাবনের গবেষণা হচ্ছে

- স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ভবিষ্যতে যদি ভয়ংকর কোনো মহামারি আসে তাহলে সেই মহামারিকে কীভাবে ঠেকাতে হবে, জনগণের সেবা নিশ্চিত করতে হবে এবং গরিব রাষ্ট্রগুলো যাতে ফান্ডিংসহ প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী পায়। সে বিষয়ে আলোচনা হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শেষে দেশে ফিরে শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের নিজ বাসভবনে সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিশ্বে চার ধরনের ডেঙ্গু আছে। ডেঙ্গু টিকা নিয়ে বিশ্বজোড়া গবেষণা চলছে। অল রেডি দুটি টিকা তৈরি করা হয়েছে। কিন্তু ওই টিকাগুলো এখনো ব্যবহারের অনুমোদন পায়নি এবং টিকা দুটি সেভাবে ব্যবহার হয় না। কারণ টিকাগুলোতে সমস্যা আছে। ওই টিকার কারণে ডেঙ্গু হয়ত কিছুটা দমন করা হয় কিন্তু সব ধরনের ডেঙ্গু দমন করা যায় না। কারণ এরই মধ্যে যারা একবার ডেঙ্গুর টিকা নিয়েছে, টিকা নেওয়া ব্যক্তিরা যদি অন্য ভাইরাসের আক্রান্ত হয়। তাহলে তাদের অবস্থা বেশি সিরিয়াস হয়ে যায়। এ কারণে বিশ্বজোড়া ওই টিকা ব্যবহার হচ্ছে না। তবে আমাদের আইসিডিডিআরবিতে পরীক্ষামূলকভাবে একটি টিকা তৈরি করেছে। সেটা পরীক্ষামূলক অবস্থায় আছে। টিকা আবিষ্কারকরা বলছে, আমাদের টিকাটি বেশ কার্যকর। টিকাটি নিয়ে আরো পরীক্ষা-নিরীক্ষা করতে হবে এবং পরীক্ষা-নিরীক্ষা শেষে ডব্লিউএইচও অনুমোদন পেলে আমাদের দেশে সেই টিকা ব্যবহার করতে পারব। তবে এই মহূর্তে পৃথিবীর কোথাও ডেঙ্গুর কার্যকরী টিকা ব্যবহার তৈরি হয়নি।

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, সর্দি-জ্বর হলে নিয়মিত ডেঙ্গু পরীক্ষা করতে হবে। কারণ দেরিতে ডেঙ্গু ধরা পড়লে তখন চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলা কঠিন হয়ে যায়। তারপর মৃত্যু ঘটে। এর জন্য তাড়াতাড়ি পরীক্ষা করা দরকার এবং চিকিৎসা নেওয়া প্রয়োজন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close