প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ০৫ জুন, ২০২৩

আজকের এই দিনে

আজ ৫ জুন, ইতিহাসের এই দিনে ঘটেছিল অনেক সাড়া জাগানো ঘটনা। এসব ঘটনা তৎকালীন সমাজে ফেলেছিল সুদূরপ্রসারী প্রভাব। বদলে দিয়েছিল সমাজ, রাজনীতি, রাষ্ট্র শাসনের পদ্ধতি ও মানুষের জীবন প্রবাহ এবং বুদ্ধি-বিবেচনার গণ্ডি। ওই নবপ্রবাহের প্রবল স্রোতে মানুষের জীবনে এসেছিল নতুনত্ব। মানবসমাজে জন্ম নিয়েছিল নতুন চিন্তা-ভাবনা। মানুষের বৌদ্ধিক চৌহুদ্দি নানামুখী চিন্তায় প্রসারিত হয়। মানুষের আবিষ্কার ও উদ্ভাবনে দেখা দিয়েছিল নবউদ্দীপনা। আসুন, জেনে নেওয়া যাক ওইসব ঘটনা সম্পর্কে। তথ্য নেওয়া হয়েছে ইউকিডিপিয়া থেকে।

১৫০৭ : ইংল্যান্ড ও নেদারল্যান্ডসের মধ্যে বাণিজ্য চুক্তি সম্পাদন।

১৬৬১ : আইজ্যাক নিউটন কেমব্রিজের টিনিটি কলেজে ভর্তি হন।

১৭৮৩ : ফ্রান্সে জনসমক্ষে প্রথম বাষ্পচালিত বেলুন উড়িয়ে দেখান মন্টগলফারায় ভাইয়েরা।

১৮০৬ : লুই বোনাপাত হলান্ডের রাজা নিযুক্ত।

১৮২৭ : উসমানীয় সাম্রাজ্যের কাছে গ্রিক রাজধানী এথেন্সের পতন

১৮৪৯ : ডেনমার্কে রাজতন্ত্র সাংবিধানিক স্বীকৃতি পায়।

১৮৭০ : তুরস্কের কনস্টান্টিনোপল শহরের অধিকাংশই আগুনে পুড়ে যায়।

১৯১৫ : ডেনমার্কে নারীদের ভোটাধিকার প্রদান।

১৯১৬ : তুর্কিদের বিরুদ্ধে আরব বিপ্লব শুরু হয়।

১৯২৬ : তুরস্কে সর্বশেষ জানেসারি বিপ্লবের সূচনা।

১৯৪০ : প্রথম রাবারের টায়ার প্রদর্শিত হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close