মো. শাহ আলম, খুলনা

  ০৩ জুন, ২০২৩

কেসিসি নির্বাচন

খুলনায় সরগরম ভোটের মাঠ

* স্মার্ট নগরী গড়ে তোলার প্রতিশ্রুতি তালুকদার আবদুল খালেকের * সুষ্ঠু ভোটে জয়ের আশা শফিকুল ইসলাম মধুর

ভোটারদের মন জয় করতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত ব্যস্ত সময় কাটাচ্ছেন খুলনা সিটি করপোরেশনে অংশ নেওয়া মেয়রপ্রার্থীরা। দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি। নগরবাসীর জন্য নতুন নতুন কি করা যায়, তা নিয়েও চলছে ভোটারদের সঙ্গে নানা সমীকরণ। সব মিলিয়ে সরগরম এখন ভোটের মাঠ।

আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী ও খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আবদুল খালেক বৃহস্পতিবার (১ মে) সকাল সাড়ে ১০টায় নগরীর বড়বাজার এলাকা থেকে শুরু করে মহেন্দ্র দাসের মোড়, তুলাপট্টি, মসলাপট্টি, কদমতলা রোড ও রেল স্টেশন রোড এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি বলেন, ‘ব্যবসায়ীদের ঘামে অর্জিত অর্থে দেশের অর্থনীতির চাকা ঘোরে। ব্যবসায়ীরা একটি দেশের সার্বিক উন্নয়নে অবদান রাখে। বিগত দিনে ব্যবসায়ীদের সুখণ্ডদুঃখে পাশে থাকার চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও থাকব। খুলনাকে একটি পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছি। বাকি জীবনও খুলনার উন্নয়নে কাজ করতে চাই। পুনরায় বিজয়ী হলে অসমাপ্ত কাজ শেষ করে একটি স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলতে চাই।’

এছাড়া জাতীয় পার্টির মেয়রপ্রার্থী শফিকুল ইসলাম মধু বৃহস্পতিবার সকাল ১০টায় মহানগরীর টুটপাড়া কবরখানা, টুটপাড়াবাজার, বৌবাজারসহ ২৮, ৩০ ও ৩১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেন। এ সময় তিনি বলেন, ‘বিগত সময়ে যিনি মেয়র ছিলেন তার উন্নয়নকাজে অনেক ব্যর্থতা রয়েছে। এখনো জলাবদ্ধতায় ভুগছে নগরবাসী। নগরীর অনেক রাস্তা পড়ে আছে উন্নয়নের ব্যর্থতায়। এসব থেকে মুক্তি পেতে চায় নগরবাসী। আগামী ১২ জুন মানুষ যদি সুষ্ঠুভাবে ভোট দিতে পারে, তাহলে নগরীতে নতুন এক নগরপিতা আসবে।’

এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়রপ্রার্থী আবদুল আউয়াল নগরীর সদর থানার রূপসা মাছবাজার, নতুনবাজার, পিটিআই মোড়, জোড়াকলবাজার, রূপসা ট্রাফিক মোড়, নতুনবাজার লঞ্চঘাট, এক নম্বর কাস্টমস ঘাট, সাউথ সেন্ট্রাল রোড এলাকায় গণসংযোগ ও পথসভা করেন। তিনি বলেন, ‘হাজার হাজার কোটি টাকা বাজেট হওয়া সত্ত্বেও সিটি করপোরেশনে কাঙ্ক্ষিত মানের উন্নয়ন হচ্ছে না। নাগরিক সুবিধা নিশ্চিত হচ্ছে না। এ থেকে আমাদের সরে আসতে হবে।’

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা বারবার সিদ্ধান্তে ভুল করছেন। যারা উন্নয়নের নামে অর্থ অপচয় করেছে, তাদের প্রত্যাখ্যান করতে হবে।’

এছাড়া টেবিল ঘড়ি প্রতীকের স্বতন্ত্র মেয়রপ্রার্থী শফিকুর রহমান মুশফিক নগরীর খালিশপুরের বিভিন্ন এলাকায় এবং জাকের পার্টির প্রার্থী এস এম সাব্বির হোসেন সকাল থেকে রাত পর্যন্ত গণসংযোগ করেন। গণসংযোগ চালিয়ে যাচ্ছেন ১৩৬ সাধারণ ওয়ার্ডের এবং ৩৯ জন সংরক্ষিত নারী ওয়ার্ডের কাউন্সিলররা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close