প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২৮ মে, ২০২৩

বজ্রপাতে চার জনের মৃত্যু

বজ্রপাতে মোংলায় একজন ড্রেজার শ্রমিক, সিরাজগঞ্জের শাহজাদপুরে একজন ধানকাটা শ্রমিক এবং মুন্সীগঞ্জের সিরাজদিখানে দুই পথচারীর মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর :

মোংলা (বাগেরহাট) : মোংলায় ড্রেজারে কাজ করার সময় বজ্রপাতে এক শ্রমিক মারা গেছেন এবং একজন আহত হয়েছেন। শনিবার (২৭ মে) দুপুরে উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের বালুর মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ওই ইউনিয়নের দিগরাজ বালুর মাঠ (মেঘনা সিমেন্ট ফ্যাক্টরির বিপরীতে) এলাকায় বালু ভরাটের কাজ করাকালীন এনামুল শেখ (৩৫) নামে এক শ্রমিক বজ্রপাতে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বুড়িরডাঙ্গা ইউপি চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাস বলেন, এনামুল শেখ রামপালের রাজনগর ইউনিয়নের কালেখাঁরবেড় গ্রামের মো. ফজিলত শেখের ছেলে। আহত মিলন শেখ (২২) মোংলার গোয়ালের মাঠের মো. রেজাউল শেখের ছেলে।

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের চরআঙ্গারু গ্রামে শনিবার (২৭ মে) সকাল ১০টার দিকে বজ্রপাতে সুলতান প্রামানিক (৬০) নামের এক ধানকাটা শ্রমিক মারা গেছেন। তিনি একই গ্রামের মৃত ফয়জাল প্রামানিকের ছেলে।

এ বিষয়ে কায়েমপুর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউল আলম ঝুনু বলেন, একদল শ্রমিক চরআঙ্গারু গ্রামের মাঠে ধান কাটছিলেন। এ সময় আকাশ ছেয়ে যায় কালো মেঘে। সবাই দৌড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিলেও বৃদ্ধ সুলতান প্রামানিক ধীরগতিতে হেঁটে যাচ্ছিলেন। এ সময় বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় বজ্রপাতে ২ পথচারীর মৃত্যু হয়েছে। শনিবার (২৭ মে) দুপুর ২টার দিকে সিরাজদিখানের কুসুমপুর লেবুতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কনকশার গ্রামের মো. শাহজাহানের ছেলে মোহাম্মদ কাউসার এবং একই গ্রামের উপেন সর্দারের ছেলে জুম্মন সর্দার।

জানা গেছে, বৃষ্টির মধ্যে কুসুমপুর লেবুতলা গ্রামের সড়কে হাঁটার সময় বজ্রপাতে ওই দুই পথচারীর মৃত্যু হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close