নিজস্ব প্রতিবেদক
চুক্তিভিত্তিক নিয়োগ
র্যাবের ডিজি পদে খুরশীদ থাকছেন আরো ১ বছর

চাকরির বয়স শেষ গেলেও র্যাবের মহাপরিচালক পদে এম খুরশীদ হোসেনকে আরো এক বছর রেখে দিচ্ছে সরকার। তাকে চুক্তির ভিত্তিতে এক বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় মঙ্গলবার (২৩ মে) এক প্রজ্ঞাপনে জানায়, আগামী বছরের জুন পর্যন্ত খুরশীদ র্যাবের মহাপরিচালকের দায়িত্বে থাকবেন। পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক খুরশীদ র্যাবের মহাপরিচালক হিসেবে গত বছরের সেপ্টেম্বরে নিয়োগ পান। গোপালগঞ্জের এই বাসিন্দা বিসিএস পুলিশ ক্যাডারের দ্বাদশ ব্যাচের কর্মকর্তা। চাকরির বয়স শেষ হওয়ায় তার অবসর-উত্তর ছুটিতে যাওয়ার কথা ছিল। তবে তা স্থগিত করে চুক্তিতে নিয়োগ পেলেন তিনি।
প্রজ্ঞাপনে বলা হয়, র্যাবের মহাপরিচালক হিসেবে কর্মরত বিসিএস পুলিশ ক্যাডারের অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেনকে সরকারি চাকরি আইন ২০১৮ এর ধারা ৪৯ অনুযায়ী তার অবসর-উত্তর ছুটি ও তদসংশ্লিষ্ট সুবিধা স্থগিতের শর্তে এ বছরের ৫ জুন অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে স্ব বেতনে র্যাবের মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।
র্যাবের ডিজির পদে আসার আগে খুরশীদ পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) হিসেবে দায়িত্ব পালন করেন।
"