চট্টগ্রাম ব্যুরো

  ০২ এপ্রিল, ২০২৩

চট্টগ্রামে দেড় ঘণ্টার বৃষ্টি, ঘরবাড়িতে হাঁটুপানি

বছরের প্রথম জলাবদ্ধতায় ভোগান্তির মুখোমুখি হলো চট্টগ্রামের নগরবাসী। শনিবার (১ এপ্রিল) ভোরে দেড় ঘণ্টার বৃষ্টিতে এ জলাবদ্ধতা দেখা দেয়। নগরীর বহদ্দারহাট, আগ্রাবাদ সিডিএ আবাসিক, চকবাজার, ষোলশহর ২ নম্বর গেট, শুলকবহর, কাপাসগোলা, কাতালগঞ্জ, ডিসি সড়ক, পাঠানটুলীসহ নগরীর বিভিন্ন এলাকা কোথাও হাঁটু কোথাও কোমরপানিতে নিমজ্জিত হয়ে যায়। এসব এলাকার অনেক বাসা-বাড়িতে পানি ঢুকে পড়ে এবং চলাচলের সড়ক ডুবে যায়। পানি সরে না যাওয়ায় চরম দুর্ভোগে পড়তে হয় নগরবাসীকে। স্থানীয়রা জানান, নগরীর জলাবদ্ধতা নিরসনে প্রায় ১০ হাজার কোটি টাকা ব্যয়ে চারটি প্রকল্পের কাজ চলছে। বিভিন্ন এলাকার খালে কাজ চলমান থাকায় নালার পানি চলাচল বন্ধ রয়েছে। বৃষ্টি ছাড়াও অনেকে অলিগলিতে পানি জমে আছে। বাড়তি ভাড়া দিয়ে অনেকে রিকশায় চলাচল করছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close